মনে পড়ে ছেঁড়াঘুম
মেঘডাকা নিরালা দুপুর,
উঠানে হাঁসের ডাক,
দক্ষিণে সবুজ পুকুর--
পুকুরে গাছের ছায়া,
হিমকালো জলে মৃদু ঢেউ,
ভেসে আসে ধুলো হাওয়া...
শ্বাস ফেলে গেল যেন কেউ!
জানালার ফ্রেমে আঁটা
আকাশের নিচে আছে ঘর,
শয্যা বিছানো শুধু,
আর কিছু নেই তারপর,
এ গ্রামের নাম নেই,
পাশ দিয়ে বয়ে গেছে নদী,
মুছে ফেলা এই ছবি
কোনোদিন ডাক দেয় যদি--
ফিরে আসে ঘুমচোখ,
নীল চুড়িঝঙ্কার হাত,
ঘামে ভরা মুখে আঁকা
লাল ঠোঁটে বুনোসাদা দাঁত,
মনে পড়ে কালোচুল...
কেঁপে ওঠে কিশোরের মন--
এরকমই দুপুরে সে একা
পেয়েছিল এক মুঠো স্তন!
মৃদুল আহমেদ
মন্তব্য
দুষ্ট কিশোর ।
আসলেই দুষ্টু!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ওয়াহ!! কেয়া এন্ডিং হ্যায়!!
এক্কেরে দুষ্টু টু দি পাওয়ার ইনফিনিটি...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
স্মৃতি কাতর
মেঘলপ্তিচোখ ...
ভাল-লাগলো।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন