অসহায় নাগরিক জীবনানন্দ
ইশতিয়াক আহমেদ
এখন নাটোর, ঢাকা, অথবা আমার শহর নারায়ণগঞ্জের কথাই ধরো
একজন বনলতা সেনও নেই। শহর জুড়ে আছে,
লাল লাল চুল অবাক তরুণী যারা চোখেতেই শ্যাষ
নেই হৃদয়ের ধারে কাছে।
এখন হাতে হাত ধরা ব্যাপারও ভীষন সহজ। হয়ও না ধরা
অমন আপন করে।
হাতের কী দোষ বলো? হাতও ভয়ানক ব্যাস্ত ভীষন সেকি
হাতের চেয়ে মুঠোফোন চেপে ধরে।
এখন কানগুলোও আগের মতো নেই, সেসব
কেঁপে কেঁপে ওঠে বাজারী প্রেমের ঝড়ে,
প্রথম শব্দেই প্রেমিকাকে চেনেনা সে,
সব কন্ঠই প্রেমিকার মনে করে।
স্মৃতিগুলো আজ পাল্টে যেন, প্রতারণাতেই খুশি
নির্ভরতা তাই মেমোরী চিপে
আধুনিকতার দেশেতে গোপন প্রেম।
ঘুরে ঘুরে ফেরে সিডিতে ভিডিও কিপে।
যে কারনে জীবনানন্দ বলেও আসেনী ফিরে
এই দেশেতে শঙ্খচিল বা দুর শালিকের ডানায়।
ইশতিয়াকও পায়না আশার আলো
প্রফেশনাল প্রেম? কখনো কী তাকে মানায়?
এখন বুকের জমিনে নেই কোনো একক গেরস্থালি
অচেনা থাকে সবই যা যা ছিল চিরচেনা
বুকও হয়ে গেছে হাউজিং কোম্পানীর
প্লট করে চলে আত্মার বেচাকেনা।
মন্তব্য
নতুন মন্তব্য করুন