ডায়েরী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২০/০৪/২০০৮ - ১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সৌরভ ফিরে এসেছে। পনের দিন নিখোঁজ থাকার পর। এই বয়সের একটা ছেলে সপ্তাহ দু’এক থাকতেই পারে বাড়ির বাইরে। হয়তো ব্যাপারটা আর সবার কাছে খুব ভয়ঙ্কর নয় ; কিন্তু ছেলেটা যখন সৌরভ তখন ঘটনা অবশ্যই স্বাভাবিক না। এখন তার বয়স কত হবে ? খুব বেশি হলে পঁচিশ। অথচ বাসা থেকে ক্লাস আর ক্লাস থেকে বাসা ছাড়া তার আর অন্য কোনো গন্তব্য নেই। তাহলে সবাই হয়তো বলবে- এই ছেলের বেঁচে থেকে লাভ কী? না, তার বিশেষত্ব অবশ্যই আছে- সে কখনও সেকেন্ড হয়না টাইপ ছাত্র। এরপরও হয়তো অনেকে বলবে - পরীক্ষায় ফার্স্ট হওয়াটাই কি জীবনের একমাত্র কাজ? তাদের জন্য উত্তর- না, সৌরভ আসলেই জ্ঞানী। বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত একজন প্রফেসরের সাথে গুরুত্বপূর্ণ একটি গবেষণামূলক কাজ করছে সে, যার ফলাফল চমক সৃষ্টি করতে পারে। সৌরভের প্রথম শ্রেণীর নিন্দুকেরা সবশেষে তখন হয়তো বলবে- ভাইরে, মানুষের মন বলেও তো কিছু একটা আছে...। দাঁতভাঙ্গা জবাব আছে তাদের জন্যও । সেই যে বছর দুয়েক আগের দিনগুলো... রোদ বৃষ্টি মাথায় নিয়ে সৌরভ একই জায়গায়, একইভাবে দেয়াল ঘেষে দাঁড়িয়ে থাকতো। যেখান থেকে কলাভবনের একশ এগারো কক্ষটি দেখা যেতো। যে কক্ষ থেকে ক্লাস শেষে প্রতিদিন একঝাঁক ছেলেমেয়ের সাথে নীলুও বেরিয়ে আসতো। নীলুর ঘটনায় ফিরে যাওয়া ঠিক হচ্ছে না। কারণ নীলুর সাথে সৌরভের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক নেই। নিন্দুকদের জবাব দিতে গিয়েই তো... প্রকৃতপক্ষে নিন্দুকের ধারণাটাও অলীক। সৌরভের ক্ষেত্রে একদম খাটে না। কোনো বন্ধু নেই যার, যে কোনো ঘটনা ঘটাতে সক্ষম নয়, যে কারো আলোচনার বিষয় নয়; তার জন্য আবার সমালোচনা কিসের ?

সেই সৌরভ আজ পনের দিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরে এসেছে।

..................................................***...................................................

তাহের সাহেব প্রতিদিনের মতো আজও বিষন্ন মনে অফিসে বসে ছিলেন। ছেলের বাড়ি ফেরার খবর পেয়ে তিনি আর দেরি করেন নি। তখুনি অফিস থেকে বের হয়ে গেলেন। গত পনের দিন ছেলের খোঁজে কী-না করেছেন তিনি। প্রায় প্রতিটি সংবাদপত্রেই নিখোঁজ সংবাদ দিয়েছেন। প্রতিদিনই একবার করে থানায় যেতেন। আত্মীয় স্বজন সবাইকেই খোঁজাখুঁজির কাজে লাগিয়ে দিয়েছিলেন। এমনকি ভার্সিটির প্রতিটি ছাত্র শিক্ষকের মাঝেও এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

তাহের সাহেব দুরু দুরু বুকে বাসায় ঢুকলেন। এতদিন পর কেমন দেখবেন ছেলেকে? তাড়াহুড়ো করতে গিয়ে অফিসে চশমা ফেলে এসেছেন। তাতে অবশ্য সমস্যা নেই- কাছের লেখা পড়তে শুধু চশমা লাগে তার।

সৌরভ বসে আছে ড্রইংরুমের সোফায়। হাতে একটা বইমতন কী যেন শক্ত করে ধরে রেখেছে। আসার পর থেকে মা তাকে জড়িয়ে ধরে রেখেছে। আত্মীয় স্বজনেরা অনেকেই চলে এসেছে। তাহের সাহেব সৌরভের চোখে চোখ রাখলেন। সৌরভ বলল,

- বাবা, কেমন আছো ?

- ভালো, তুই এতদিন কোথায় ছিলি ? কোনো বিপদ হয়েছিল?

- কোথায় ছিলাম সেটা বলব না, তবে ভালোই ছিলাম।

তাহের সাহেব জানেন সৌরভ আসলেই বলবে না। চাপাচাপি করেও কোনো লাভ নেই। কেন যেন তিনি ছেলে ফিরে আসার পরও শংকামুক্ত হতে পারছেন না। অতি আদরের একমাত্র সন্তান হলেও বাবা-মা দুজনেই কোনো এক অজানা কারণে সৌরভকে ভয় পান। তাকে পারতপক্ষে রাগান না।

..................................................***...................................................

বাসার পরিবেশ স্বাভাবিক হয়ে এসেছে। গত সোমবারে সৌরভ এসেছিল। আজ আরেক সোমবার। সৌরভ কোথায় ছিল এই এক সপ্তাহেও তা কেউ বের করতে পারে নি। এটা হয়তো আজীবন-ই রহস্য হয়ে থাকবে। ছেলে ফিরে এসেছে এতেই সৌরভের মা খুশি। কিন্তু তাহের সাহেবের মনে এখনও খানিকটা ভয় রয়ে গেছে। কারণ ছেলের মধ্যে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখতে পাচ্ছেন তিনি। এমনিতে সৌরভ খুব চাপা স্বভাবের, তার উপর গত কয়েক মাস ধরে তাকে বেশ চিন্তিত এবং হতাশাগ্রস্ত দেখাতো। কিন্তু সেদিন যখন সৌরভের চোখের দিকে তাকিয়েছিলেন তিনি, তখনই পরিবর্তনটা টের পেয়েছিলেন। চোখগুলো জ্বলজ্বল করছিল, উৎফুল্ল একটা ভাব।

সৌরভের এ ধরনের চাহনির সাথে তাহের সাহেব পরিচিত...

তখন ক্লাস সেভেনে পড়ে সৌরভ। সব ক্লাসেই মাথায় গোবর ভরা কিছু ছাত্র থাকে। সৌরভও ছিল তাদেরই দলে। নিয়মিত টিচারের মার খেতো। হঠাৎ সে ভয়ানক এক টাইফয়েডের কবলে পড়ে। সেটা একমাস দশদিন স্থায়ী হলো। টাইফয়েডের পর অনেকের চুল পড়ে যায়, কেউ পঙ্গু হয়ে যায়। সৌরভের এ ধরনের কিছু হলো না। বরং একটা অদ্ভুত ব্যাপার ঘটল। প্রচণ্ড মেধাবী হয়ে গেল সে, যা একবার পড়ে বা শুনে তাই মনে রাখতে পারে। এ যেন শাপে বর। তার এই হঠাৎ পরিবর্তনে সবাই অবাক। ক্লাসে যার পাশ ফেল নিয়ে টানাটানি; সে নিয়মিত ফার্স্ট হওয়া শুরু করলো। সৌরভের সেই ক্রান্তিকালেও তাহের সাহেব তার চোখে এ ধরনের চাহনি দেখেছিলেন।

..................................................***...................................................

রাত আনুমানিক দুইটা। দোতলায় সৌরভের রুমে তখনো আলো জ্বলছে। অবশ্য সবসময়ই রাত জাগে সে। রুমের চারদিকে বড় বড় বুকশেলফে অনেক বই। ময়লার পুরু আস্তরণ জমে আছে। মাঝখানে গোল একটা তেপায়া টেবিল। সামনে একটা কলম আর একটা ডায়েরী নিয়ে বসে আছে সৌরভ। বেশ বড় সাইজের জলপাই রঙের মলাটে সুন্দর করে বাধানো একটা ডায়েরী। গত ছয় মাস ধরে প্রতি রাতে সে এই ডায়েরীটা নিয়ে বসছে। কিন্তু এখন পর্যন্ত এতে একটা কালির আঁচড়ও পড়েনি। কিংবা সৌরভ দিতে পারেনি। কী ক্ষতি ছিল যদি সে দু’কলম লিখতে পারত আর সবার মতো। কিন্তু তা তো সম্ভব না। সে আর সবার মতো নয়। তার যে বলার কিছুই নেই। নিজেকে কোথাও প্রকাশ করতে পারেনি সে। তার সব সাধ, আহলাদ, আনন্দ, দুঃখ, কষ্টের প্রবাহে বাঁধা হয়ে দাঁড়িয়েছে অন্তর্মুখিতা। এই ব্যর্থতা সহ্য করতে না পেরেই তো সৌরভ ডায়েরীর শরণাপন্ন হয়েছিল। আর কোথাও না হোক নিজের ভাবনাগুলোর কলমের খোঁচায় সাদা কাগজে তো প্রকাশ করতে পারবে। কিন্তু ফল হয়েছে উল্টো। প্রতিরাতে শূন্য ডায়েরী রেখে উঠে যেতে হওয়ায় তার মাঝে একটা ক্রোধ জন্ম নিয়েছে। সে বুঝতে পেরেছে- তাকে ঘটনার জন্ম দিতে হবে। এভাবে আর চলতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়া প্রাথমিক একটা ধাপ মাত্র। যেহেতু এখনো তার কলম চলছে না, তাই এভাবে হবে না। আরো বড় কোনো ঘটনা ঘটাতে হবে তাকে। সেটা হয়তো অচিরেই ঘটতে যাচ্ছে। সৌরভ নিশ্চিত, যে ভয়ঙ্কর সিদ্ধান্ত সে নিয়েছে সেটা যতো নিষ্ঠুরই হোক তার কলমে গতি সঞ্চার করবে। হালকা হবে তার বুকের উপর চেপে থাকা পাথর।

..................................................***...................................................

সৌরভের রুমের দরজায় আওয়াজ করে জসিম আসল। সৌরভকে খোঁজাখুঁজির ব্যাপারে সেই সবচেয়ে সক্রিয় ছিল।

- ভাইজান একটু আসি ?
- আয়, এখনো ঘুমাসনি ?
- ঘুমামু, ভাইজান একটা কথা ছিল।
- কি কথা ? আবার জিজ্ঞেস করবি তো এতদিন কোথায় ছিলাম ?

গত এক সপ্তাহে প্রতিদিনই সে একবার করে এই প্রশ্নটা সৌরভকে করেছে। এ বিষয়ে তার কৌতুহলের শেষ নেই। সৌরভ বলল,

- জসিম, আমি ঠিক করেছি একটা মানুষ খুন করে দেখব, কেমন লাগে।
- ভাইজান খালি মজা করেন...।
- এতদিন তো মানুষ মারার ট্রেনিংই নিয়েছি। তুই বিশ্বাস করিস না ?
- বুঝছি, আপনে আমারে কইবেন না। যাই ঘুমাই...

জসিম চলে গেলে সৌরভ চেয়ারে হেলান দিয়ে বসে স্থির দৃষ্টিতে তার ডায়েরীর দিকে তাকিয়ে রইল...

..................................................***...................................................

সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু সঙ্গহীনদের জন্য কিছু বলা নেই কেন ? নাকি এই পৃথিবীতে শুধু সৌরভেরই কেউ নেই। বিজ্ঞ প্রবাদপ্রণেতাগণ নিঃসঙ্গদের পরিণাম নিয়ে কোনো মন্তব্য করে গেলেই তো সৌরভকে এই নিষ্ঠুর খেলায় নামতে হয় না। হ্যাঁ, সে একটা খুনই করবে এবং সে নিশ্চিত এটা সে পারবে। খুব শান্ত মানুষেরা অন্য সবকিছুর মতো ভয়ংকর কাজগুলোও ঠাণ্ডা মাথায় করতে পারে। যাকে সে খুন করবে, সে উঠে আসবে তার ডায়েরীতে। কলমের সাথে সাথে সে বিচরণ করবে প্রতিটি শূন্য পাতায়। মানুষটি যে কেউ হতে পারে। ধরা যাক নীলু। একই সাথে তো নীলু বাস্তব আর কল্পনা দুই জায়গায় থাকতে পারে না। তাই সৌরভের ডায়েরীর স্বার্থে, কল্পনার স্বার্থে মুছে ফেলতে হবে বাস্তবের নীলুকে। ডায়েরীর নীলুর কাছে সৌরভ নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে। সেই নীলু নিশ্চয়ই বাস্তবের মতো অন্য কারো হয়ে যাবে না...। কিংবা মানুষটা নীলু নাও হতে পারে। কিন্তু ও হলেই যেন ভালো হয়। সৌরভেরও তো মন বলে কিছু একটা আছে।

সৌরভ লোভাতুর চোখে ডায়েরীর দিকে তাকিয়ে থাকে।

ডায়েরীটাও যেন তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে...

রিজভী
৫ই ফেব্রুয়ারী, ২০০৬ ইং


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

ভাইরে অসাধারণ একটা লেখা...সৌরভের চরিত্র দারুনভাবে একেছেন। ঘটনা গুছিয়ে সুন্দর একটা সমাপ্তি টেনেছেন...পাঁচ দিলাম...

আপনি মনে হয় সচলে নতুন। একটা সাজেশন দেবার দু:সাহস করি। অতিথি লেখক হিসেবে লেখা প্রকাশের আগে দেখে নিন কোন মডারেটর অনলাইনে আছে কিনা। তাহলে দ্রুত মডারেশন হবে। এবং আপনার লেখাটি প্রধান পাতায় প্রথম দিকে থাকবে। হিমু কিংবা কনফুসিয়াস অনলাইনে থাকলেই সাবিমিট দিয়ে দিবেন। হিমু ভাই সাধারণত বাংলাদেশী সময় রাত ১২টার পরে থাকেন। কনফু ভাইকে সন্ধ্যা কিংবা রাত ৮ টার পর থেকে পাওয়া যায়।

শুভ কামনা রইলো।

---------------------------------
আজ সেইদিন যেদিন অনেক রাতে সন্ধ্যা...

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল।এরকম গল্প আরো লিখতে থাকুন।সংযুক্ত থাকুন সচলে।
eru

-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।

অতিথি লেখক এর ছবি

@ রায়হান ভাই => ধন্যবাদ ভাইয়া, আমার লেখাগুলো পড়ার জন্য...এবং রেটিং এর জন্য। ঠিক ধরেছেন, আমি একদম নতুন এখানে। আগে অবশ্য ৩৬০ তে লেখালেখি করতাম...তবে আমি এখানে সচল হতে চাই...
ভাল বুদ্ধি দিয়েছেন। এখন থেকে আমি অবশ্যই অনলাইনে কারা আছেন দেখে নেব...খাইছে

রিজভী

রায়হান আবীর এর ছবি

আমার লেখালেখির শুরুটাও ৩৬০ তে। ওখানে লিখতে অনেক আরাম। কেউ দেখতে পারেনা এই জন্য বোধহয়...আপনার লেখা আমার খুব ভালো লাগছে। ৩৬০ এর লিঙ্কটা পেতে পারি?
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

পরিবর্তনশীল এর ছবি

আপনার আগের লেখাটা (শ্রদ্ধামিশ্রিত ঈর্ষা) ভালো লেগেছিল। এবারেরটাও লাগল।
খুব ভালো লিখেন আপনি। চলুক...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রানা মেহের এর ছবি

সৌরভ চরিত্র আঁকা খুব কঠিন মনে হচ্ছে।
কী করে পারলেন এই কঠিন কাজটা?

আরো বেশী লিখুন

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতিথি লেখক এর ছবি

@ রায়হান ভাই => আসলেই ওখানে মনখুলে ব্যক্তিগত ব্যাপারগুলো লেখা যায়। সেকারণেই বোধ হয় আরাম লাগে। আমার ৩৬০ প্রোফাইলঃ
360.yahoo.com/its_rizvi

@ রানা ভাই => গল্পটা লেখার পর মনে হয়েছিল - আদৌ কি কিছু হয়েছে? এখন আপনাদের কমেন্ট পড়ে বেশ আত্মবিশ্বাস পাচ্ছি...চেষ্টা করব লিখতে...

রিজভী

রায়হান আবীর এর ছবি

আরেহ্‌!! আপনার ৩৬০ এর ব্লগে আমি অনেক আগেই ঢুকেছি। রিজভি নামটা লেখার স্টাইল দেখেই সন্দেহ হয়েছিল। পরে আপনার ফ্রেন্ড লিস্টে দেখলাম "ঘুড়ি"। আমি ওর একাউন্ট ধরেই আপনার ব্লগের খোঁজ পেয়েছিলাম।

যাই হোক আমি কিন্তু আপনের জুনিয়র। আমারে আর "আপনি" কইয়া লজ্জা দিয়েন না। লইজ্জা লাগে
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অনেক ভালো লাগলো।
অন্যরকম একটা গল্প !
চালিয়ে যান...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো।
নিয়মিত লিখুন ।

ধুসর গোধূলি এর ছবি

- বেশি করে লিখুন, সচল হয়ে যাবেন।
তখন আর কোনো মডুকে খোঁজ করতে হবে না লেখা প্রকাশের জন্য।
আর আমরা ঠিক এরকম আরও অনেক দারুণ লেখা পাবো চোখের সামনে। মাথাটা আরেকটু ঝালিয়ে নিতে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

অতিথি লেখক এর ছবি

ছোট গল্পের আপাত ছোট পরিসরে কেন্দ্রীয় চরিত্রের নির্মাণ অসাধারণ হয়েছে।

(খাইছে! ইন্টারমিডিয়েট বাংলা পরীক্ষার প্রায় ৬ বছর পর এই রকম কঠিন বাক্য-বিনির্মাণ আজ করলাম!)

ফেরারী ফেরদৌস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।