ভেবেছিলাম সামনে ফাইনাল সচলে ঘুরাঘুরি কমায়ে দিব।লিখালিখিও বন্ধ ছিল কিন্তু বিন্দুকে দেখে অনেক কথা বলতে ইচ্ছে হলো।আমি লাক্সের ছোঁয়ায় স্টার হয়ে যাওয়া বিন্দুর কথা বলছি।বাংলালিংক দেশ প্রিপেইডের এ্যাডটা দেখে খুব ভালো লাগলো।আগে নর্তন কুর্দন করত আর এখন লম্ফজম্ফ করে।ভালোই...এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে বিঞ্জাপন ভুবন।আগে পিক আওয়ার অফ পিক আওয়ার বলে কিছু ছিল।এখন সকাল,সন্ধ্যা,রাত একই রেট।সবাই খুব খুশী
বিশেষ করে কোপত-কোপতিদের মাথা না এক
দিকে কথা বলতে বলতে কাঁত হয়ে যায়!
কে না মডেল..সবাই মডেল!রেডিও জোকিরাও এখন গানের আগে পরে বলে যায় "এখন কিন্তু জিপি অপারেটপরে এই সুবিধা
পাবেন। ...ওয়ারিদে এখন যে কোন কল রেটএ কথা বলতে পারেন। ... একটেল এ পাবেন ফ্রী caller tunes..."যে বুঝে সেও মডেল যে বুঝে না সেও মডেল!কেউ বলে না অমুক স্থানে খাবারের জন্য এখন নিরব বিক্ষোভ চলচ্ছে।
খুব ভালো হতো যদি মানুষ শুধু কথা বলে পেট ভর্তে পারতো।সারাদিন কথা বলবে পেট ভরে যাবে, খেতে হবে না!অন্তত পত্রিকার পাতায় শিরোনাম দেখতে হবে না "২৫ শতাংশ মানুষ খাদ্যের অভাবে ভুগছে"।এতো অভাবের চাহিদা যদি জাক
জোমকপূর্ণ নাচ গানে ভরপুর বিঞ্জাপন দিয়ে পুরন করা যেত!চালের দাম কমছে বলে...বিঞ্জাপনে শুরু হয়ে যেত আনন্দের বন্যা।
হায় রে মানুষ খাবারের আগে এখন তোমার মৌলিক চাহিদা কথা বলা!
-নিরিবিলি
মন্তব্য
আরো বড়ো করে লিখতে পারতেন ।
ভাল লিখেছেন। আমার নিজেরও অনেকটা একই অভিমত। মানুষ কথা বলে প্রয়োজনে, কিন্তু এইসব মোবাইল কোম্পানীগুলোর বিজ্ঞাপন দেখলে মনে হয় যেন এরা জোর করেই কথা বলিয়ে ছাড়বে দেশের মানুষকে। চাল-ডাল কিনতে নাভিশ্বাস বের হয়ে যায়, আর এদের এই মোবাইলে কথা বলা নিয়ে নাচানাচি করতে দেখলে মেজাজটাই খারাপ হয়। কি হাস্যকর, অসামঞ্জস্যপূর্ণ একটা বিজ্ঞাপন!
বিন্দুর কথা বলতে যেয়ে আর বললেন না!!! ভেবেছিলাম ওর সম্পর্কে নানা মজাক মজাক জিনিস জানার সৌভাগ্য হবে...
এর আগেও মোবাইল নিয়ে আপনি এমন একটা ব্লগ দিয়েছিলেন...একই কথা বললেন আবার...অবশ্য সত্যি কথা অনেকবার বলা যায়...
মোবাইল কোম্পানীগুলো আসলেই খাচড়ার একশেষ...কত টাকা বিজ্ঞাপণের পেছনে খরচ করে...কিছু কম খরচ করে গরীব মাইষেরে চাইল কেনার জন্য দিলেও তো পারে...অবশ্য দেয় না যে এমন তো না...দেয়।
এই জমানায় বিজ্ঞাপণ না দিলে কেউ তাদের সিম কিনবে না...এইটা তো সত্যি কথা...আমি আপনি আমরা সবাই একই কাজ করি...কে ভালো অফার দিয়েছে সেটা খুঁজে বের করি...
মোবাইল কোম্পানীরে এত দোষায়া লাভ নাই...তারা এখন কম খরচে কথা বলতে দিতাছে...বহুত ইঞ্জিনিয়ারদের চাকরি দিতাছে...আর কি চান...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
কি আর বললো আমি তো জানতাম না যে বিন্দুতে আপনার এত আগ্রহ।বিন্দুকে শুধু বলতে ইচ্ছা হয় দোস্ত তোর নাচানাচির সখ হইছিল ত হাসানের সাথেই লম্ফজম্ফ খেলতি কেন হাফ লেডিসদের সাথে গেলি?হাসান মনে হয় এখনও তোর ছেকার আশায় বসে আছে।কলেজের দোস্তরা এখন জোকস করে....যাচ্ছিরে বিন্দুর সাথে ডেটিং আসে।এই স্টারের সাধারন জীবন ডেটিং এ কেটেছে কিনা?আগ্রহ বেশী থাকলে.......।
হুম।
কী আর বলব?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হুমম। লেখাটি অসম্পূর্ণ মনে হলো। ...
ভবিষ্যতে শিরোনামসহ লেখার ছোটখাট বানানগুলোর দিকে আরেকটু যত্নশীল হওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো। ধন্যবাদ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
খুব চেষ্টা থাকবে ভবিষ্যতে এমন ভুল না করার।ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
-নিরিবিলি
লেখাটার বিষয়বস্তু নিঃসন্দেহে ভালো। কিন্তু আমার কাছে মনে হয়েছে আরেকটু যত্ন নিয়ে লিখলে এই লেখাটা পাঠকের হৃদয়ে আরো নাড়া দিতে সমর্থ হতো। ইতিবাচক ভাবনাগুলো ভাগাভাগি করার জন্য 'নিরিবিলি'কে ধন্যবাদ।
ফেরারী ফেরদৌস
নতুন মন্তব্য করুন