তোদের কথা ভেবেই করা
তা'তেও দেখি সায় নাই
"ফ্যাক্ট" না বুঝে কথা বলার
স্বভাব তোদের যায় নাই !
আরে বোকা ঠান্ডা মাথায়
একটুখানি ভাব.. দেখ
জামিন দেয়া বন্ধ হলে
কাদের বেশী লাভ.. দেখ
নিম্ন আদালতে না হয়
জামিন পেলি মামলায়
কত্তো টাকা খরচ লাগে..
খরচটা কে সামলায় !
তা'ও যদি রায় থাকতো বহাল
তখন না হয় বুঝতাম
জনগণের জন্য "বেটার"
বিকল্প কী খূঁজতাম !
উচ্চ আদালতে এসে
হবে তোদের হারতেই
তাইতো এখন জামিন দেয়া
বন্ধ জনস্বার্থেই !
২৪ এপ্রিল ২০০৮
জনৈক "বেক্কল ছড়াকার"
মন্তব্য
টিপিক্যালি "সেইরকম"
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আপনার নিবন্ধন নাম আর ইমেইল ঠিকানাটি দয়া করে জানান।
হাঁটুপানির জলদস্যু
কী আর বুইলবো?
যথারীতি দুর্দান্ত!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনার নিবন্ধনে ব্যবহৃত ইমেইল ঠিকানা বরাবর একটি বার্তা গেছে সচলায়তনের পক্ষ থেকে। অনুগ্রহ করে দেখুন।
হাঁটুপানির জলদস্যু
ইমেইল পেয়েছি
আমাকে কি কোন কিছু ইনস্টল করতে হবে মেইলটা পড়ার জন্য ?
aa_bd@yahoo.com
আপনার ব্রাউজারের এনকোডিং কি UTF-8 সেট করা আছে?
ইয়াহুতে মাঝে মাঝেই মেইলে বাংলা পড়তে সমস্যা হয়। আপনার কোন জিমেইল ঠিকানা আছে কি?
আর একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি, আপনার কম্পিউটারে সম্ভবত ইন্ডিক ল্যাঙ্গুয়েজ সাপোর্টের ফাইলগুলি ইনস্টল করা নেই। সেক্ষেত্রে আপনি অভ্র কীবোর্ড ইনস্টল করে নিতে পারেন (www.omicronlab.com)।
হাঁটুপানির জলদস্যু
আপনার জিমেইল ঠিকানাটি চেক করে দেখুন প্লিজ।
হাঁটুপানির জলদস্যু
সচল হওয়ায় অভিনন্দন...
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
বেক্কল ছড়াকার ভাই, সচল হওয়ায় অনেক অভিনন্দন।
কিন্তু আপনি তো ভাই অচল থেকে সচল হওয়ার মানদন্ডটা অনেক উঁচুতে নিয়ে গেলেন...এখন আমার সচল হওয়ার কি হবে
~রেনেট
ভাগ্যিস এই বেক্কল ভাইজান আমার টাইমে সচলে লেখালেখি স্টার্ট করেনাই!!
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আসলেই স্টান্ডার্ড অনেক হাই হয়ে গেল
-------
স্পর্শ
ধন্যবাদ রায়হান আবীর ও রেনেট
রেনেট শীঘ্রই সচল হোক .. এই দাবী এবং শুভকামনা
সবাইকে অনেক অনেক ধন্যবাদ - যারা এই অচল "বেক্কল ছড়াকার" এর লেখা পড়তেন, মন্তব্য করতেন, আমাকে সচল করার জন্য মডারেটরের দৃষ্টি আকর্ষণ করতেন..
কিছু কিছু ঋণ শোধ হয়না.. আর কিছু ঋণ শোধ করতেও হয়না..
আমিও না হয় ঋণীই থেকে গেলাম ঋণ শোধের চেষ্টা না করেই
সবাইকে আবারও কৃতজ্ঞতা...
সচলায়তনের জয় হোক
জনৈক "বেক্কল ছড়াকার"
আপনার "বেক্কল ছড়াকার" নিক টা খুব ভাল লাগতো! 'আকতার আহমেদ' সেই হিসেবে একটু সদামাটা!
আপনি দারুন লেখেন! সচল হওয়ার শুভেচ্ছা!!
-----------
স্পর্শ
অভিনন্দন!! এইবার আর অতিথি নন এক্কেবারে ঘরের লোক...
আপনিই বা আর কয়দিন অচল আনি থাকবেন
সচল আনি হবার জন্য একটু গা ঝাড়া দিন না...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
ইয়াহু! বেক্কল সচল! রইল বাকি রেনেট, বেক্কল ছড়াকার ভাই, অনেক অভিনন্দন
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
অভিনন্দন!!
"স্পর্শ" এর সাথে আমিও একমত। বেক্কল ছড়াকার নিকটা অনেক cute!!
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
হাই ছড়াকার --- মিয়া ব্যাক্কল বানাইলেন তো -------- ভাল হইছে-------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
রে বেক্কল! শাবাশ!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
জনৈক "বেক্কল ছড়াকার" এর শেষ ছড়া
নতুন মন্তব্য করুন