ঘড়ি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ২৭/০৪/২০০৮ - ১১:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেয়ালে ঘড়ির ছায়া সময়ের নকশার মতো
জাগে অবিরাম -
মেঘের গম্ভীর ডাকে বিষধর পায়রার জলে
অশুভ প্রণাম ।
দুচোখে ঘুমের ঘোরে অগণিত অজগর এসে
আঁকে চারুকলা -
প্রবল প্রাণের স্রোতে সেই প্রিয় ঘড়িটার কাঁটা
ভীষণ উতলা ।

সৈয়দ আখতারুজ্জামান


মন্তব্য

নিঝুম এর ছবি

কবিতায় এই ধরনের অন্তঃমিল কেন যেন ভাল্লাগে না।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

শেখ জলিল এর ছবি

প্রবল প্রাণের স্রোতে সেই প্রিয় ঘড়িটার কাঁটা
ভীষণ উতলা ।
...প্রাণের স্রোত এরকম উতলা থাকুক প্রতি কবিতায়।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।