একটি পাখির জন্য পথ চেয়ে থাকি
হঠাৎ চমকে উঠি দিগন্তে তাকাই
হেমন্তের ডাকবাক্স রোজ খুলে দেখি
এলো কিনা সেই পাখি, শূন্য, শূন্য, শূন্য...
অপেক্ষার শেষ নেই চোখে তন্দ্রা আসে
বিশখালি নদী হয় অনন্ত যৌবনা
রশি হয় টান টান পালে লাগে হাওয়া
সময় ঘনিয়ে আসে প্রহর কাটে না।
চোখ জুড়ে তন্দ্রা নামে ঝরে পাতা ফুল
নোঙর ঘুমিয়ে যায় মাটির গভীরে
বুকের মাদুর পেতে বিষন্ন রোদ্দুরে
বসে আছি ক্লান্তিহীন পলক ফেলি না।
সে পাখি আসবে বলে কথা দিয়েছিলো।
সৈয়দ আখতারুজ্জামান
মন্তব্য
নতুন মন্তব্য করুন