ভালোবাসি জীবনের মুগ্ধ প্রজাপতি
ভালোবাসি অনন্ত ঢেউ সুখের সাম্পান
জোয়ারের টানে ভাসে স্নিগ্ধ নদীকূল
জীবনের ঝাপটা লাগে পালের গহীনে
সময়ের টান পরে নায়ের রশিতে
স্রোতে ভেসে যায় দেহ, ভেসে যায় নদী
গোধূলী আকাশে ভাসে ভাটিয়ালী মেঘ
জলরাশি খেলা করে বুকের পাজরে
জীবনের দুঃখবোধ যায় রসাতলে
রসবোধ জেগে ওঠে জলে, অন্তঃস্থলে
সৈয়দ আখতারুজ্জামান
মন্তব্য
ভালো লেগেছে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
নতুন মন্তব্য করুন