জ্ব’লে ওঠে মৌসুমী আলো

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ০১/০৫/২০০৮ - ১০:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জ্ব’লে ওঠে মৌসুমী আলো
পড়ার টেবিলে একতাড়া চিঠি
লিখে গেছে শরতের রোদ-
সারা ঘর তাই চমকালো

ঝিলিমিলি আলো নাচে খাটে
খাট জুড়ে শৈল্পিক ছায়া
হেসে ওঠে শিউলি অবাধ
আচানক বৃষ্টির ছাটে

দোল খায় সজনের ডাটা
বর্ডারে ডেকে ওঠে বাঁশি
টেবিলের চিঠিগুলো মেঘ
উড়ে গেছে দূর কুয়াকাটা

জ্ব’লে ওঠে মৌসুমী আলো
অন্ধকার মুছে হয় ভোর
রঙের পাখিরা মেলে ডানা
লাল নীল শাদা আর কালো

সৈয়দ আখতারুজ্জামান


মন্তব্য

শাহীন হাসান এর ছবি

হেসে ওঠে শিউলি অবাধ
আচানক বৃষ্টির ছাটে

ভাল-লিখেছেন ....।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

যা লিখছি তাতে আসলে মন ভরছে না। আপনদের উৎসাহই এগিয়ে নিয়ে যাচ্ছে বলতে হবে। মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ। আমার অতীত এবং আগামী লেখাগুলোরও মন্তব্য আশা করছি।

সৈয়দ আখতারুজ্জামান

অতিথি লেখক এর ছবি

আমার ভাল লাগছে না।

শেখ জলিল এর ছবি

কবিতায় মাত্রাবৃত্তের খেলাটা বেশ জমজমাট। ভাল্লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ জলিল ভাই। আমার আগামী লেখাগুলোতেও আপনার মন্তব্য আশা করছি।

সৈয়দ আখতারুজ্জামান

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ধূগো'দা । কবি বইলা লোকজন এমনিতেই ট্যারা চোখে চায়, সংসারে গর্ব করার মতো মান সম্মানও খুব বেশি নাই। কিন্তু তারপরেও দমি নাই, ভাবছিলাম নামের উপর ভর কইরা একদিন নামকরা কেউ হইলেও হইয়া যাইতে পারি। কিন্তু শেষ পর্যন্ত বাপ-দাদার দেওয়া নামটা খুয়াইয়া এখন মনে হচ্ছে সে আশাও আর রইলো না। লেকজন আমারে এখন 'আখরোট' কয়! হায়! হায়! শুধু 'আখ' হইলেও না হয় মনরে একটা কিছু বইলা শান্তনা দিতে পারতাম!

অতিথি লেখক এর ছবি

আমার লেখা পড়ুন...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।