জলের সংসার
-রণদীপম বসু
ডুবতে জানলেও
ডুব দিতে জানেনা সবাই।
যে জানে সে জানে-
ডুব দেয়ার সুলুক সন্ধানে ভেসে
কীভাবে পাততে হয় জলের সংসার।
মাছেদের নিজস্ব পৃথিবী জুড়ে জমে ওঠা
নীরব ভাবনার গায়ে
রঙের বিচ্ছুরণগুলো
কেউ কেউ এঁকে দেয় জলের উচ্ছ্বাসে;
গভীর অতল ছুঁয়ে খুটে নেয়া নুড়ি নুড়ি ফুল
শ্যাওলা-সবুজ চোখে যে কথা বলতে চায়
যে বোঝার সে তো বুঝেই নেয়-
ডুব দিতে জানলে নীরবতাই
সবচেয়ে বেশি কথা হয়।
সবাই ডুব দিতে জানে না,
ডুবনের শুদ্ধ নিয়ম না মেনে ডুব দেয় যে
চোখ কান নাক মুখ চেপে
আবদ্ধ পাথরের মতো
অবশেষে ডুবেই যায়...। #
(১৫/০৭/২০০৭)
মন্তব্য
ঠিক।
ডুবতে জানলেও
ডুব দিতে জানেনা সবাই।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ঠিক!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বাহ।
সুন্দর তো!!!!!!!
কি মাঝি? ডরাইলা?
ডুব দিতে জানলে নীরবতাই
সবচেয়ে বেশি কথা হয়।
বাহ্ ! এই নিমগ্নতা কিসের প্রতি?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
দারুন ! দারুন ! তালি ! তালি !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ভালো হইছে... কবিতায় ডুবে থাকা...
______________________________________
পথই আমার পথের আড়াল
আমরাও ডুব দিতে গিয়ে ডুবেই যাচ্ছি শেষে..
ধন্যবাদ কবি
ভালো লেগেছে ।
তবে একটু কথা আছে, সবাই ডুবতে জানলেও ডুবে না।
একটা গান ছিলো না> "প্রেমের মড়া জলে ডুবে না" ।
টাইটানিক ( আমরা কইতাম টাইনা কিক্ ) মুভিটায় প্রেমিকের লাশ কিন্তু নগদ ডুইবা গেসিল
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ শিমূল।
প্রেমের মরারা ডুবনের শুদ্ধ নিয়ম জানে তো, তাই জলে ডুবে না।
সা-ইন ব্লগে নিয়মিত লিখছি। কবিতা তো আছেই, আর্টিক্যালও দিচ্ছি। একটা সত্যিকারের ডায়েরীর ধারাবাহিক দিচ্ছি।
ঘুরে আসতে পারেন।
আপনার জবাবের মধ্যে দিয়ে বাকী যারা এই পোস্টে চমৎকার সব মন্তব্য করেছেন, সবাইকে লেখকের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। শুভ কামনায়-
রণদীপম বসু
দারুণ লাগলো !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দারুন হয়েছে।অনেক শুভেচ্ছা থাকলো।
ধন্যবাদ সাজি। ভালো থাকুন।
রণদীপম বসু
এই দুটো লাইন সবচেয়ে বেশি ভাল লেগেছে।
ফেরারী ফেরদৌস
ভালো হয়েছে কবিতাটি।
নিবন্ধন-নাম : রুদ্রবিলাস
নতুন মন্তব্য করুন