বিশখালী নদী ঠিক এইখানটায় এসে
তার কালো চুল ছড়িয়ে দিয়েছে মোহনার স্রোতে
ভাবলেশহীন পিঠখানা এলিয়ে ধরেছে
বিকেলের পড়ন্ত আলোয়, আনমনে
এখানে কিছুই ছিলো না কখনো
কেবল তরঙ্গে তরঙ্গে কাকের বকের ছায়া
লিখে গেছে দীর্ঘ দিনলিপি।
জোয়ারে এসেছে পলি
ভাটিতে নেমেছে শোক, মোহনায়
বুকের এপার ভেঙ্গে জমেছে ওপারে...
সকালের সোনালী আলোয়
একদিন স্বপ্ন উঁকি দিলো
শুরু হলো এপার ওপার খেয়া পারাপার
তুমুল আনা নেয়া
তারপর ...
তারপর ...
একদিন গাড়ির চাকার শব্দে শব্দে
চাপা পড়ে গেলো কাকের বকের পাখা ঝাপটানো দিন
সোনালী স্বপ্নের বীজ এভাবেই বুনে গেছে
অচিন পাখিরা।
সৈয়দ আখতারুজ্জামান
মন্তব্য
অনুভূতিময় কথন। অনুভূতিময় কবিতা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
পড়লাম ।
পরিবর্তনশীল এবং শিমুল ভাইকে অনেক ধন্যবাদ।
বিশখালী নদী ঠিক এইখানটায় এসে
তার কালো চুল ছড়িয়ে দিয়েছে মোহনার স্রোতে
........
একদিন গাড়ির চাকার শব্দে শব্দে
চাপা পড়ে গেলো কাকের বকের পাখা ঝাপটানো দিন
বেশ ভাল চিত্রকল্প।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ধন্যবাদ শাহীন ভাই।
সৈয়দ আখতারুজ্জামান
নতুন মন্তব্য করুন