সম্মানিত সচলবৃন্দ,
আমি সচলের একজন মুগ্ধ ভক্ত এবং পাঠক। আমাদের একটা অনলাইন ফোরাম আছে বৈশাখ ডট নেট নামে। আমরা গত ১০ই মে তারিখে একটা ই-ম্যাগ বের করেছি। যদিও এটা সচলায়তনের ই-বুকগুলির মতো এতো সুন্দর হয়নি, তবু সচলায়তনের ই-বুকগুলি থেকে আমরা অনেক অনুপ্রেরণা পেয়েছি, পরীক্ষা নিরীক্ষা করার সাহস পেয়েছি।
তাই আমি সব সচল আপু এবং ভাইয়াদেরকে বিনীতভাবে আমন্ত্রণ জানাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি অন্ততঃ একবার দেখার জন্য, আর আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করে নেবার জন্য।
সবাইকে অনেক ধন্যবাদ।
রংগনঃ বৈশাখের অন্তর্জাল পত্রিকা
মন্তব্য
প্রিয় অতিথি লেখক,
আপনার ও আপনার বন্ধুদের প্রয়াসের জন্যে অভিনন্দন জানাই শুরুতেই।
সাধারণত এমন সংক্ষিপ্ত পরিচিতিমূলক পোস্ট সচলে প্রকাশ করা হয় না, কারণ এতে অনেকটা বিজ্ঞাপনের আভাস চলে আসে। আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্যেই পোস্টটি প্রকাশিত হলো। ভবিষ্যতে আপনাদের এ ধরনের ই-বুকের ওপর যদি বিস্তারিত রিভিউ করেন, তাহলে খুব ভালো হয়।
আপনাদের জন্যে রইলো অনেক শুভেচ্ছা, সেইসাথে সচলায়তনে লেখার আমন্ত্রণ।
হাঁটুপানির জলদস্যু
পড়লাম !
আপনাদের উদ্যোগ প্রশংসনীয়। কার্টুনটা বেশ চমৎকার হয়েছে।
বিস্তারিত আলোচনা অন্যকোন দিন হবে হয়ত। আরো এমন কিছুর প্রত্যাশায় থাকলাম।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সাধুবাদ জানাতেই হয়!!!!!!!!!!
-রহমান আতা
নতুন মন্তব্য করুন