এই বৃষ্টির 'পর
রিজওয়ানুল ইসলাম রুদ্র
এই বৃষ্টির 'পর স্নিগ্ধ কুয়াশা এসে জেগে উঠেছে অনন্তকালের শূন্যতা !
অন্ধকারের তৃষ্ণার্ত ডাকে সকালের রঙিন সূর্য চাঁদের মতো ধূসর
মেঘের নিঃস্বার্থ বিষন্নতায় ঘুমের গন্ধে ভরে উঠেছে তোমার দু'চোখ
যেখানে হাত রাখলেই ঝরে যায়- কদমফুল; সুপ্ত কামনার লবণগোলা জল।
বৃষ্টি এসে ধুয়ে দিয়েছে তোমার ছায়া-প্রতিবিম্ব। মাটির শরীরে
কেঁপে উঠছে
ক্রোধ আর মৃত্যুর প্রান্তবিন্দু... অনেক, অনেক দিন পর তোমার কণ্ঠস্বর
প্রতিধ্বণিত হয়ে ফিরে আসছে ফুলের পাতায়।
প্রাচীন সূর্যরশ্মি বিক্ষত : কাঁচের মতো বর্ণহীন শূন্যতায়।
সামুদ্রিক পাথরে গোপন আদ্যক্ষরে লিখেছিলাম তোমার শ্বাসরুদ্ধকর অভিমান !
স্বার্থপর বৃষ্টি-জলে ধুয়েছে আজ - আমি, তুমি আর আমাদের জীবন।
নিবন্ধন-নাম : রুদ্রবিলাস
মন্তব্য
আমি কবিতার সমোঝদার না, তবে কবিতা পড়তে ভালোবাসি।
আপনার কবিতাটা আমার ভালো লেগেছে। কবিতার মধ্যে কোথায় যেন বৃষ্টির জলের মত একটা স্নিগ্ধতা লুকিয়ে আছে।
কেমন যেন এক অতিপ্রাকৃত ভাব এসে ভর করলো !
ধন্যবাদ কবিতার জন্য, আরো পড়ার প্রত্যাশায়।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মেঘের নিঃস্বার্থ বিষন্নতায় ঘুমের গন্ধে ভরে উঠেছে তোমার দু'চোখ
যেখানে হাত রাখলেই ঝরে যায়- কদমফুল; সুপ্ত কামনার লবণগোলা জল।
বৃষ্টি এসে ধুয়ে দিয়েছে তোমার ছায়া-প্রতিবিম্ব। ...
ভাল-লিখেছেন ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
বেশ!!!
বেশ ভালো লাগলো পড়ে ,,,জীবনানন্দের কবিতার স্বাদ যেনো
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
ভালো লাগলো
নতুন মন্তব্য করুন