মূর্তালা রামাতের কবিতা- ভাত

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৫/০৫/২০০৮ - ১:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভাত

মারে ভাত খাম
মা বড়টির দিকে তাকায়, আমার ক্ষিধা পাইছে
মা ছোটটির দিকে তাকায়
খাঁ খাঁ সানকি আর শূণ্য হাড়ির সাথে তার
কথা হয়...

চল
একসাথে দুটি তারা নেচে উঠে
জোছনাকে ম্লান করে আলো হয়
পোলাও মাংস ভাত!!
কতোদিন,কতদিন পর...
হাছাই আইজকা খামু?!

হহ্
তারা তিনজন হাঁটে...কাঁচের আরামে বসে
তিনটে শুয়োপোকা দেখতে দেখতে এ শহর খায় আর ঘোত্ ঘোত্ হাসে- ‌‌‍‍হালারা বেশি খাইয়া খাইয়া চাইলের দাম বাড়াইছস,
এইবার বোঝ.....

মা, হেরা কী কয়?!
কয় বেশি খাইলে হেগোর মতো শুয়ার হইয়া যাবি
শুয়ার হইতে চাস?
ছোট-বড়, মানুষের মতো মাথা নাড়ে
তয় হাট্।

মা, আমরা কই যাইতাছি?
ভাত খামু কহন?
এইতো অহুনী, ওই দ্যাখ ভাতের গাড়ি আইতাছে
ওইডাতো টেরেন!
অমাগো লাইগা ওইডাই ভাত, ওইডাই শান্তি...

১৫/০৫/০৮
মহাখালী, ঢাকা।


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

সাবাস! অদ্ভুত মনছোঁয়া কবিতা...! অতুলনীয়!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।

শাহীন হাসান এর ছবি

আপনার কবিতার ভেতরে জীবন আর সময় মিলে তৈরি করেছে বর্তমান। দুর্ভিক্ষের ছবি। ভাল-বেশ ভাল লাগলো।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

আপনাকেও ধন্যবাদ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি কি ক্লোজআপ-ওয়ানে মুহিনের "পলক তুমি পলক ফেলোনা..." গানের গীতিকার?

অতিথি লেখক এর ছবি

আরে আপনার মেমোরিতো খুবই শার্প! হ্যাঁ গানটি আমারই লেখা। কেমন লেগেছিলো?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আরে ভাই, গানটা তো অসাধারণ, যেমন কথা, যেমন সুর তেমনই গাওয়া। কতবার যে শুনেছি। গানের গীতিকারকে তো আসলে কোনদিনই অনুভূতি প্রকাশের সুযোগ থাকেনা। অধিকাংশ ক্ষেত্রেই কে গীতিকার সেটাই অপ্রকাশিত থেকে যায়। সেদিক থেকে আমি খানিকটা ভাগ্যবান। ভালই হলো আপনাকে এখানে পেয়ে। আমি হলফ করে বলতে পারি এই গান শুধু আমার নয় সবার কাছেই খুবই অসাধারণ লেগেছে।

আকতার আহমেদ এর ছবি

এখন নাকি সচল না হয়েও স্বনামে লেখা যায় । আপনি স্বনামেই লিখবেন ।
চমতকার এই কবিতার জন্য (বিপ্লব)

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কলিজায় ঘাঁই মারার মত কবিতা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এত অদ্ভূত সুন্দর!!!
দারুন লাগলো...
ব্লগে ঢোকার পরে প্রথমে শিরোনামগুলোতে চোখ বুলাই... মূর্তালা রামাতের কবিতা শিরোনামটা একটা তাড়া দেয়... এক্ষুনি কবিতাটা পড়ে ফেলার জন্য... আপনার পুরনো কবিতাগুলোও পড়ার আগ্রহ প্রকাশ করি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফারুক ওয়াসিফ এর ছবি

শ্লেষ আর রোষের জন্য ভাল লাগল। অ-সিভিল ভাষার জন্যও।


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

লুৎফর রহমান রিটন এর ছবি

কবিতাটি পড়ে বিষন্ন ও বিপন্ন বোধ করছি।
এইরকম ঘটনার একটি খবর ছাপা হয়েছিলো পত্রিকায়।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।