নক্সী কাঁথার গল্প ১

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: বুধ, ২১/০৫/২০০৮ - ১২:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গাঁও খানি মোর সোনায় গড়া সোনা ফালা মাটি,
পাটের ক্ষেতে ধানের ক্ষেতে সোনার বরণ খাটি!
তিলের ক্ষেতে নীলচে বরণ মধুমতির কুল,
সরষে ক্ষেতে মৌতে ভরা হলদে রঙের ফুল।
লালচে বরণ শিমুল গাছের পাশেই তালের সারি,
তার ওপারে একটু গেলেই ওইযে মোদের বাড়ি।
লাউয়ের মাচায় শিমের মাচায় ঘেরা ডালিম গাছ
তার পরেতেই কাছারী ঘর অজু খানার কাছ।
ওইযে নাঙল হেলান দেয়া গোয়াল ঘরের গায়,
কাল বরণ কাঁজল সেথা রয় দাঁড়িয়ে ঠায়।
মালসা ভরা জল রাখা ওই খড়ের গাদার কাছে,
লালচে বরণ লালী দেখ খুটোয় বাঁধা আছে।
ঢেকী ঘরের দখিন পাশে আছে পুকুর ঘাট,
অন্য পাশে বেড়ায় ঘেরা রসুই ঘরের পাট।
গবর লেপা উঠোন মাঝে কঁচা গাছের খুটি,
এই বাড়িতেই খুব নিবিড়ে মানুষ থাকে কটি!
একই রকম বাড়ি আছে আরো কয়েক কুড়ি,
ঝিবুত-পালা থাকে সেথা থাকে বুড়ো বুড়ি।
নদী পাড়ের গায়ে মোদের ঘরের পরে ঘর
সবাই মোরা আপন জেনো, নেইকো কোন পর।
এ গাঁ মাতায় সাঝের বেলায় ঝি ঝি পোকার শোর,
পাখির ডানায় সন্ধ্যা নামে পাখির ডাকে ভোর।

(চলবে)

[...কবিতা লিখতে পারিনা। যেটা লিখতে যাচ্ছি সেটা একটা গল্প। আমার গ্রাম, আর তার কিছু মানুষ নিয়ে। জানিনা পল্লী গাঁয়ের গল্প কেমন লাগবে পাঠকের। আসলে জানিনা লিখতেই পারব কিনা ঠিক মত! আমার ছন্দ জ্ঞান নেই। আর আমি কবিও নই...]

===
স্পর্শ


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

পল্লীকবির কাব্যের সারল্য চর্চায় নাগরিক-কবিকুলের আগ্রহ খুব কম। সহজ কথা যায় না বলা সহজে... ব্যতিক্রমী চেষ্টা ভাল লাগল।

অতিথি লেখক এর ছবি

হায় হায়!! উৎসাহ দিয়ে দিলেন তো!! হাসি
আমি আবার উৎসাহ পেলেই একেবারে মাথায় উঠে যাই।
তাইলে প্রচেষ্টা অব্যহত রাখি। কি বলেন?

---
স্পর্শ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঠিকাছে মাথায় ওঠেন... পারলে নিজের মাথার উপরে উঠেন।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

হা হা হা!!
উঠবো উঠবো ঠইকই উঠবো!!

---
স্পর্শ

খেকশিয়াল এর ছবি

খুবই ভাল লাগলরে ভাই, খুবই ভাল লাগল, লিখতে থাকেন ...

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ বস। এইটা লিখে একটু লজ্জার মধ্যে ছিলাম। ইয়ে, মানে...
আপনার কমেন্ট আমারে কতটা ভরসা যে দিল সেইটা বলে বোঝাতে পারব না।

হাসি
---
স্পর্শ

মুশফিকা মুমু এর ছবি

আপনি কি বলেন লিখতে পারেন না? ঢং করেন? খুব খুব সুন্দর দেঁতো হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

হাসি
অনেক ধন্যবাদ! আসলে বেশীর ভাগ (প্রায় সব ধরনের) কবিতাই আমি বুঝিনা। মন খারাপ কি সব কঠিন কঠিন কথা লিখে সবাই ইয়ে, মানে...
তাই সহজ ভাষায় একটা ট্রাই করলাম হাসি ঠিক যে রকম হলে নিজে বুঝি!
কিন্তু আমি যেইটা বুঝি সেইটা আবার কবিতা হয় ক্যামনে? চিন্তিত সেইটাই বুঝিনা খাইছে

---
স্পর্শ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।