অনুভূতির অবয়বের কঙ্কাল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২১/০৫/২০০৮ - ১০:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তারপর আমাদের অবিশ্রাম পরিণয় ঘটে চিরাচরিত জিঘাংসায়
তোমার শান্ত সুপ্তি ভেঙে, জমে তৃপ্তিহীনতার ক্লান্ত শ্বাস
রোমকূপে কোলাহল আর বিতর্ক জুড়ে দেয় সম্পর্কের চিতাবাঘেরা।

একদম বানোয়াট করি রাত্রিযাপন মোরা, দিনাতিপাতে
একঘেঁয়ে নিয়মানুগতা। পুলকে জাগে সন্দেহ,
পিপাসার্ত ফুসফুস পোড়ে ঈর্ষায়, অহেতুক!
মগজে বাসা বাধেঁ তাবৎ রাজনীতি লিঙ্গের,
শিখিয়ে দেয় চতুর্দিকের শ্বাপদ-মানব-মানবী।
প্রণয়কে বিশ্বাস নেই ভাঁওতাবাজ এই হৃদয়ের,
রিপুর পীড়ন আজ শরীরের নম্রতাকে শুধুই-
জটিল সমীকরণ সরল হয়, বাস্তবিকতায়।

তুমি আমি দূরে সরি ধীরে ধীরে দ্বীপপুঞ্জের মত
ছিঁড়ে ছিঁড়ে যায় যত টানটান আবেগের ঢেউয়েরা,
ত্বকে ত্বক মিশিয়ে শরীরে শরীর থাকে পড়ে অভ্যস্ত,
কিন্তু বিষাদ-প্রান্তর হৃদয় আজ পুড়ে খাক একাকী!

আন্দালিব নিজাম


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

নমস্কার আন্দালিব নিজাম !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

খুবই জোস হইছে কবিতাটা।
চালিয়ে যান।

~~টক্স~~

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো... চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হ ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।