যাও আত্মা-
ছুঁয়ে নক্ষত্রের আকাশ।
পবিত্র এ দেহ ফেলে
পবিত্রতর হবার নেশায়-
তুমি নিমগ্ন হও পাপাচারে
পূণ্যের স্পর্শ থেকে দূরে।
যাও আত্মা আমাকে ছেড়ে
তোমাকে ধারন করার চেয়ে
আমি মৃত্যুকে পছন্দ করব।
বলো উল্লাসিত হয়ে
পচাঁ কাঠের মত বিবর্ন স্বপ্ন
তুমি পেরেছ দেখাতে।
যা ভাল এবং যা ভাল নয়
আশ্রয় নিয়েছে মিথ্যায়
বলো তাদের যারা এখনো জীবন্ত
অভিনয় করছে সত্য মঞ্চে-
যাদের রক্ত কণা এখনো কাঁদে,
মিথ্যা বলার এখনি সময় তাদের।
কোথাও নিশ্চয়ই সঞ্চিত আছে অতীত
খোঁজ়ো বাতাসে - পাবেনা
পশ্চাতে ফেলে আসা দিনে
থেকেও নেই।
আছে যারা জ়াতিস্মর তাদের স্মরণে
আছে তাদের দেহ স্মৃতিতে, অনুভবে।
তোমরা যেভাবে ভেঙ্গে ফেলছ রহস্য
তোমাদের দশটি ছেলে অচিরেই হারাবে জলে।
আশরাফ
মন্তব্য
বাহবা ! তালি ! তালি !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মন্তব্য করার জন্য ধন্যবাদ। এরকম তালি পেলে ভবিষ্যতে আরও লিখব।
আশরাফ
ashraf_7464@yahoo.com
স্বাগতম দোস্ত। একদিনেই বিশাল উন্নতি...বাংলা লেখা শিখে এক্কেবারে ব্লগ দিয়ে ফেললি...
কোবতেটা ভালো লাগছে...চালায় যা...যদিও শুধু কোবতে তে পেট ভরবেনা![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
--------------------------------
দোস্ত তোমারে ধন্যবাদ। কোবতেতে তোমার পেট ভরবেনা জানি। তাই ভবিষ্যতে আরও নতুন কিছু থাকবে।
তোমার বউ কেমন আছে?
--------------------------------------
আশরাফ
ভাল লাগলো আপনার কবিতা।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ভাল লাগলো জেনে আমি আনন্দিত। সময় করে আরও লিখব আশা করি।
-------------------------------------
আশরাফ
ashraf_7464@yahoo.com
সত্যিই খুব ভাল লাগলো জেনে আমারও ভাল লাগছে।
আশরাফ
ashraf_7464@yahoo.com
সত্যিই খুব ভাল লাগল ভাই।
অভী আগন্তুক
-----------------------------
যাহা বলিব সত্যই বলিব ।
বাহ আশরাফ ভাই তো ভাল কবিতা লিখেছেন। ভালই লাগলো পড়ে। আরো দিবেন সামনে আশা করছি। ধন্যবাদ।
~~~টক্স~~~
ধন্যবাদ। নিশ্চয়ই আরও লিখব।
---------------------------------
আশরাফ
ashraf_7464@yahoo.com
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ।
---------------------------
আশরাফ
ashraf_7464@yahoo.com
নতুন মন্তব্য করুন