পাখিদের মতো আকাশে উড়তে আমি শিখিনি
শিখেছি হেঁটে যেতে মানচিত্রের পথ ধরে,
এঁকেছি রক্ত দিয়ে সীমারেখা-
আমার বিচরণ ভূমির
বেঁচে আছি আমি এভাবেই।
শূন্যের মাঝে বসবাস
তাই অনুভব করি শূন্যতা চারিদিকে।
দেহের দুষিত রক্তবীজ
ঢেলে দিয়ে শূন্যগর্ভে
অপেক্ষায় থাকি-
দূষিত জন্মের।
প্রাগৈতিহাসিক চেতনা বেঁচে নেই আজ
নেই নিঃসংগতার ভয়।
তোমার বিক্ষিপ্ত পথচলা-
সরে যাওয়া বহুদূরে
আমাকে বিচলিত করেনা এতটুকু।
নোংরা যত অসভ্য পাপকাজ
আজ ভাল লাগে আমাদের।
আমরা জেনেছি-
ঈশ্বর ঘুমিয়ে আছেন বহুকাল।
-------------------------------------------------
আশরাফ
মন্তব্য
সাধু- সাধু।।।
ঈশ্বর ঘুমিয়ে আছেন বহুকাল
কড়িকাঠুরে
নতুন মন্তব্য করুন