হাসছি তো হাসছিই
নিজের রসিকতায় নিজেই
ভেতরটায় কে যেন কাঁদছে
নিরন্তর জানান দিয়ে যাচ্ছে
তার অশুভ উপস্থিতি।
বন্ধুরা মিলে মেতে আছি উল্লাসে
ভেতরে যে শুধুই হাহাকার
সাবধানে চেপে রাখি, তুমি কখনোই শুনতে পাবেনা তা।
হাসছি আমি যখন দেখছি তোমায়
তুমিও হেসে উঠছো আমার চোখে রেখে চোখ
কিন্তু তোমার সে দৃষ্টি নেই, দেখতে পাও না আমার অন্তর
কীভাবে যে রক্তাক্ত হয় প্রতিনিয়ত
তবুও হেসে চলেছি
তোমাকে বিদায় দিতে হাত নাড়ছি সোল্লাসে!
ভেতরে আহত হৃদয়ের আর্তচিৎকার
রক্তাক্ত হয়ে চলেছে, প্রতিনিয়ত।
~~~টক্স~~~
মন্তব্য
এলিজি নামের এক (সম্ভবত)স্প্যানিশ মেয়ের মিউজিক ভিডিও দেখে আমাদের হলের প্রত্যেকটা ছেলে প্রেমে পড়ে গেছিল। আমিও! এইটা কি সেই এলিজি?
সুন্দর কবিতা।
-----------------------------
এখনো নজরবন্দী!
ইচ্ছার আগুনে জ্বলছি...
এই এলিজি বলতে মানুষ বোঝানো হয়নাই।বাকিটা নিজের মত করে বুঝে নিন।
কবিতটি কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
~~~টক্স~~~
হুমম। এই কবিতা প্রজন্ম ফোরামেও পড়লাম।
হুম, আমি ওখানেও যাই। আপনার আইডি কোনটা ওখানে?সচল আমার লেখা প্রকাশ করবে আমি শিওর ছিলাম না।কারন আগেও বাদ দিয়েছে ফালতু লিখি এই জন্যে।সচলে ঘ্যাচাং ঘ্যাচাং বেশি কিনা!!!
~~~টক্স~~~
খাই সে! মানুষ না !!!
হা হা হা! বুঝতেই পারছেন, আমি কবিতা বুঝিনা তেমন!
-----------------------------
এখনো নজরবন্দী!
ইচ্ছার আগুনে জ্বলছি...
হাঃ হাঃ ব্যাপার না ভাই আমিও কবিতা বুঝিনা।এলিজি'র অর্থ লিখে দিলাম আপনার জন্যঃ
Elegy = A mournful poem
আরো জানতে চাইলে নিচের লিঙ্কটি দেখনঃ
http://www.google.com.au/search?hl=en&newwindow=1&client=firefox-a&rls=org.mozilla:en-GB:official&hs=0RT&defl=en&q=define:elegy&sa=X&oi=glossary_definition&ct=title
~~~টক্স~~~
কি ব্যাপার টক্স ! এই কবিতা কার জন্য ! যার জন্যই লেখো বেশি রক্তারক্তি ভালো না, রক্ত শুন্যতায় ভুগতে হবে পরে
যাই হোক, আরো লেখা পড়ার প্রত্যাশায় থাকলাম।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বাববাহ ... তালি .... খুব সুন্দর লিখেছো টক্স, কিন্ত এত কষ্টের কবিতা লিখলা কিভাবে?
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হাঃ হাঃ হাঃ
আসলে কি জানো এই ধরনের রক্তারক্তি হয়ত ভাল।বেশি রক্ত স্বল্পতা হলে তো তোমাদের মতন বন্ধূরা আছই।বাঁচাতে কি পারবেনা তখন ??
তোমার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
~~~টক্স~~~
আমিও জানিনা মুমু কিভাবে লিখলাম এই কবিতা।হয়ত জানতে চাইওনা।
আমি এত ভাল লিখিনা তবে তোমার প্রশংসা আমাকে আগামীতে অনুপ্রেরণা যোগাবে।তোমার অনেকদিন কোন নতুন লেখা পড়িনা।মনেহয় বেশি ব্যস্ত হয়ে পড়েছ।তোমার লেখার অপেক্ষায রইলাম।
~~~টক্স~~~
দুর্দান্ত।
আপনাকে ধন্যবাদ অনিন্দিতা।আপনিও লিখা দিন।আমরাও পড়ি।
~~~টক্স~~~
আপনাকে কেউ এখনও পাঁচ দেয় নাই?
এই নিন একটা পাঁচ।
বেশ ভালো হয়েছে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
পাঁচ দেবার মতন কারো মনে হয়নাই তাই দেয়নাই।এমন ভূঁয়া কবিতা লিখে কি পাঁচ পাওয়া যায় বলেন!!!
রেনেট ভাইকে ধন্যবাদ কবিতাটি কষ্ট করে পড়ার জন্য।
~~~টক্স~~~
এই পাঁচের ব্যাপারটা আমার মনেই থাকেনা, কত ভালো ভালো লেখা পড়ি কিন্তু পাঁচ দিতে ভুলে যাই । .... Tox এর জন্য আমিও দিলাম পাঁচ।
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
'কিন্তু তোমার সে দৃষ্টি নেই, দেখতে পাও না আমার অন্তর
কীভাবে যে রক্তাক্ত হয় প্রতিনিয়ত...'
পৃথিবীর নিয়ম কেন যে বড়ই কঠিন !
(দীর্ঘশ্বাস)
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনার কি অন্তর দেখার দৃষ্টি আছে?
কি মনে হয়?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কিছুই করার নাই আপু।এটাই আমাদের জ়ীবন।
আপনাকে অনেক ধন্যবাদ।নতুন লেখা কবে পাচ্ছি ?
~~~টক্স~~~
জীবনের নিয়মগুলো পাল্টানো যায় না?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
১। দুয়ে দুয়ে চার হয়
কেবল অংকের খাতায়
জীবনের খাতায় নয়
'চাওয়া' পায়না দেখা 'পাওয়া'র
জীবনের বারমাস
হাসি কান্না আর দীর্ঘশ্বাস
কবি'র কি সাধ্য আছে
জীবনের শ্বাশ্বত ব্যকরন পাল্টাবার
২। পৃথিবীতে অনেক প্রশ্ন রয়েছে
যার উত্তর নেই
পৃথিবীতে অনেক প্রশ্ন রয়েছে
যার উত্তর জানা থাকলেও বলতে নেই
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মানিক ভাইয়াকে অনেক ধন্যবাদ।
আসলেই মাঝে মাঝে চিন্তা করি যদি সত্যি সত্যি জীবনের ব্যাকরণ পাল্টানো যেত!!
যদি আবার নতুন করে সব কিছু শুরু করতে পারতাম! যদি কোনভাবে কোনদিন যাদুর পরশ পাথর পাই তাহলে চেষ্টা করে দেখব কি বলেন ?
~~~টক্স~~~
আপনি কি আমাকে জিজ্ঞেস করলেন প্রশ্নটা ?
~~~টক্স~~~
ভাল লাগল।
@টক্স- দ্বিতীয়বার পড়লাম। কবিতা খুব ভাল অথচ কঠিন লাগে। তাই মন্তব্য করতে ভয় পাই।
অনেক ভাল লাগল এই যে তুমি আমার কবিতা পড়েছ দুইবার পড়ে ফেলেছ এর মধ্যে।
জানিনা কোন অংশ তোমার কঠিন লেগেছে? তবে আমি সাধারণ শব্দ ব্যবহার করার চেষ্টা করি সবসময়। তোমাকে ধন্যবাদ নুশু আপু।
~~~টক্স~~~
কবিতা চলুক। এলিজি যার জন্যে তার খবর কী এখন?
কি মাঝি? ডরাইলা?
হায়রে দুলাভাই!!আপনার পরমাত্নীয়ের(আমার/শ্যালকের) খবরা-খবর না নিয়া নিতাছেন যার জন্যে এলিজি লেখা তার!!!
সে বহাল তবিয়তেই আছে মনেহয়।এর বেশিতো কিছু জানিনা তাই বলতেও পারবোনা।
~~~টক্স~~~
নতুন মন্তব্য করুন