চারিদিকে আজ খেঁকশিয়ালেরা সাজিছে প্রেমের অবতার,
সুচতূর ভাষা বুদ্ধিতে ঠাঁসা ভজিছে তরুণী আজিকার,
রাতের তারারা আকাশেই থাকে, দেয়না দেখতে দিবাজ্যোতি,
ভালবাসারাও কোণঠাঁসা আজ, এ যে শৃগাল সংস্কৃতি।
প্রেমের ভাষা বিস্মৃত আজ যেন প্রাচীন হাইরোগ্লিফিকস্
ভালবাসা-টাসা সব শরীরের টান, হরমোনের কুইকফিক্স,
কে বুঝিবে আজ, আবেগের সে সাজ, অশ্রুর বেলি ফুল,
হাহাকার করি, সখা খুজে ফিরি, কোথা তুমি নজরুল?
- অপ্রিয়
মন্তব্য
অতি চমৎকার। অতি চমৎকার।
বাহ! বাহ!
জিজ্ঞাসু
সবার কবিতা পড়লেও কখনও কমেন্ট করিনা কারন এত ভালো ভালো কবিতায় কমেন্ট করার সাহস পাইনা,
আজকে আপনাকে নিয়ে দুজনের কবিতায় লিখলাম, খুব খুব ভালো লাগল, একদম ঠিক বলেছেন আসলেই সেই আগেকালের বাংলা সিনামার মত সুইট প্রেমের কি হল?
আর আপনিই একমাত্র "নজরুল" কে উদ্দেশ্য করে কিছু লিখলেন তার জন্য অনেক ধন্যবাদ
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
- নজু ভাইরে খোঁজেন? আমিও খুঁজতাছি! পাইয়া লই খালি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আছি তো আমি... এত খোঁজা খুঁজির কি আছে? কয়ডা দিন একটু দৌড়ের উপরেও থাকতে দিবেন না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কবিতা জোস হইসে !
কিন্তু খেকশিয়াল রূপকে তেব্ব পেতিবাদ জানাই !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
নতুন মন্তব্য করুন