কী যেন খুব ইচ্ছে করে
মাঝে মাঝে হঠাৎ করে
বোঝার আগেই পালিয়ে যায়
হারিয়ে যায় হঠাৎ করে
মেঘের মতোন জলের মতোন
হাওয়ার মতোন ইচ্ছেগুলো
সে কার গালে সে কার চুলে
সে কার ঠোঁটে স্পর্শ করে
নতুন মেঘে নতুন জলে
নতুন রাতে নতুন ভুলে
পাক খেয়ে ফের ইচ্ছেগুলো
কোথায় যেন ফিরে চলে
কী যেন খুব ভুল হয়ে যায়
গল্পগুলো শেষ হয়ে যায়
শেষের আগেই এমনি করে
রাতের ছায়া মেখেই থাকে নতুন ভোরে
মন্তব্য
এই লাইনটি দারুন! কবিতাটি বেশ সুন্দর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এটাইতো আসল ! চমৎকার লাগলো ।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
চমৎকার !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খুব খুব সুন্দর লাগল বিশেষ করে এই প্যারা টা
খুবই ভালো লাগল, আমার পক্ষ থেকে ৫ তারা
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অদ্ভুত সুন্দর একটা কবিতা !
ভীষন ভাল লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হু... লেখার আগে পিছে কবির নাম খুঁজলাম... পাইলাম না... পরে মন্তব্যর ঘরে বুঝলাম এইটা অন্দ্রিলা নাম্নী কারো লেখা... আর তারপরেই সব্জুর প্রশংসাময় মন্তব্য...
হু... ভালো হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব ভালো হয়েছে। অন্যরকম।
দোস্ত তোর কবিতাডা জোস হইছে রে।
এত ভাল তুই লেখিস কেমনে বলতো!!!
তীর্থের কাকের মতন তোর লেখা পড়ার অপেক্ষায় বসে থাকি।
ভাল থাকিস। আগে দুইবার কমেন্ট করেছি।অজানা কারনে পোস্ট হয়নাই।
দেরি মনে হয়ে থাকলে আমি দুঃখিত।
~~~টক্স~~~
কবিতার পাঠক আমি নই, তবে এটি পড়তে আরাম লাগলো। সুখপাঠ্য।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমার ধারণা ছিলো আমি আবজাব লিখি। কিন্তু আজকে এতো মানুষের মন্তব্য দেখে হঠাৎ মনে হচ্ছে আসলেই মনে হয় এই লিখাটা ভালো হয়ে গেছে। অসম্ভব ভাল লাগছে। তবে আমি আবারও ধন্যবাদ দিবো তীরন্দাজ ভাইকে, উনি পর্দা গল্পটা না লিখলে আমি কখনোই এই লেখাটা লিখতে পারতাম না।
সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমার দিনটা সুন্দর করে দেওয়ার জন্য।
আহা!!
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
নতুন মন্তব্য করুন