বেদনা স্মৃতির মালা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৬/০৬/২০০৮ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অপূর্ব সোহাগ

কতদিন শরীরে মাখা হয় না হাওরের বাতাস। কতদিন
হলো যাওয়া হয় না স্বপ্ন কারিগরের গ্রামে--
মনে পড়ে একদিন স্বপ্নকে খুব বেশি প্রশ্রয় দিয়ে খুইয়ে
ছিলাম বাস্তবতা! আজ স্বপ্ন নেই চার প্রাচীর জুড়ে শূন্যতার ফ্রেম।
মাঝে মধ্যে ভুলে যাই কোন পথে মানুষ কাঁদতে কাঁদতে
ফেরে বাড়ি। কোন পথে আমার গ্রাম। কোন গ্রামে
সবুজ কিশোরী গেঁথে রেখেছে বেদনা স্মৃতির মালা!

পুনশ্চ: আজ অনেকদিন পরে গ্রামে যাব বলে খুলে
রেখেছি বিষাদ বর্তমান...


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।