তারপর যেন তাকে বেমালুম ভুলে গেছি
হঠাৎ আঘাতে স্মৃতি হারানোর মতো
বসন্তের লোকালয় থেকে
দিনগুলো ঝরে গেছে
ঠিক যে রকম হলুদ পাতারা ঝরে যায়, অসহায়
রাতগুলো যেন কালো বাঁশঝাড়
ম্মৃতির অনুজ্জ্বল কবরের শিয়রে এপিটাফ হয়ে আছে
সামনের বিস্তিতিতে শুধু চিকচিকে বালুচর, ঘোলা নদী
আমি বিলক্ষণ নিজেকে দেখতে পাই
বিচ্ছিন্ন একাকী বকের মতো খুঁটছি শরীর।
পরশ পাথর
মন্তব্য
ভালো লাগলো আপনার কবিতা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আমি বিলক্ষণ নিজেকে দেখতে পাই
বিচ্ছিন্ন একাকী বকের মতো খুঁটছি শরীর।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
পড়তে পড়তে ভাবি
আর ভাবতে ভাবতে ভালো লেগে যায়া
ভালো লাগতে লাগতে কবি হয়ে ওঠেন - প্রিয়
আরো কিছু এ রকম ভালো লাগা কবিতা ছাড়ুন
সময় যে পাথর হয়ে আছে।
নতুন মন্তব্য করুন