শালবন থেকে কুঠারের শব্দ ধেয়ে আসে বুকে
পাখিরা পালাচ্ছে
প্রতিধ্বনিরা পাখা ঝাপটে ফিরে আসছে
বিদায়ের বেদনা নিয়ে
খড়-কুটো, মৃত লতাপাতা ঘিরে পাখির বসতি
রয়ে গেল, অনাগত অঙ্কুরের ভেতরে জমাট অন্ধকার।
পাতা ঝরে গেলে তারও বেদনা নিরন্তর, বৃন্তে
প্রগতির প্রহসন মঞ্চায়িত হয় বিবেকের রঙ্গ-মঞ্চে
ষড়-ঋতু ধীরে ধীরে কমে আসতে থাকে
শালবন থেকে সভ্যতার বিলাপের সুর ধেয়ে আসে
পশুরা পালাচ্ছে।
পরশ পাথর
মন্তব্য
শালবন থেকে সভ্যতার বিলাপের সুর ধেয়ে আসে
পশুরা পালাচ্ছে।
অবস্থা যেরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে আপনার কবিতার এই পঙক্তির হাহাকারটি মনে হয় আমাদের চিরসঙ্গী হতে যাচ্ছে।
বনধ্বংসের মহোৎসবের একটা ভয়াবহ চিত্র আছে আজকের প্রথম আলোয়
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
পড়লাম।
শালবন থেকে কুঠারের শব্দ ধেয়ে আসে বুকে ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
দারুণ লিখেছেন। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো কে জানে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন