অমাবস্যা কবে?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৯/০৬/২০০৮ - ১:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সূর্যোদয় হতে এখনো অনেক বাকি
ঠায় তিনজন আমরা দাঁড়িয়ে থাকি
আমাদের আয়োজন শেষ হয়ে এলো
সব ঠিকঠাক, শুধু সময়টা এলোমেলো
অবলম্বন যেটুকু আছে সাথে
প্রয়োজন হবে সম্মুখ সংঘাতে
আমাদের বহু দূর যেতে হবে
সম্বল আরও কিছু আছে নাকি
তিনজন ঠায় আমরা দাঁড়িয়ে থাকি
অন্ধকারে আমরা সমান হয়ে যাই
এসো হাত ধরি, সামনে দাঁড়াই
এই তুমি মাফলারটা জড়িয়ে নাও কানে
আমাদের যেতে হবে স্রোতের উজানে
এসো উষ্ণতায়, আমাদের উদোম বুক ঢাকি
সূর্যোদয় হতে এখনো অনেক বাকি!
অমাবস্যা কবে?
আমাদের বহুদূর যেতে হবে।

পরশ পাথর


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চালিয়ে যান। ভালো হয়েছে।
কীর্তিনাশা

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

স্মৃতি জাগানিয়া লেখা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।