মনটা ছুঁয়ে থাকে তোমায়

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: সোম, ০৯/০৬/২০০৮ - ১০:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সময়ের ঘড়ি এখন মাঝরাত ছুঁই ছুঁই
জীবনের ঘড়ি ছুঁয়ে আছে বিষন্নতা
আর মনটা ছুঁয়ে আছে তোমায়।

জোনাকীর জ্বলা-নেভা নেই এই শহুরে জঙ্গলে
নেই কোন অজানা পাখির প্রহর ঘোষণা
আছে কেবল কাঁকের কর্কশ স্বর
আর হিসেবের খাতা খুলে বসে থাকা কিছু কাঠের মানুষ
তবু হাজার অসাড়তার মাঝে
বিস্রস্ত বিমুঢ় আমি - থাকি তোমায় ছুঁয়ে।

সময়ের ঘড়ি ছাড়ায় মাঝরাত
জীবনের ঘড়ি ছোঁয় নিদ্রাতুর অবসাদ
তখন দু’চোখ খোঁজে স্বপ্নময় ভূমি
যেখানে ঘরের কার্নিশে প্রজাপতি তুমি - করছো ওড়াউড়ি
আর আছো আমায় ছুঁয়ে।

কখনো তুলি ঝড়
ভেঙে চুরমার করে দিতে চাই এ বিবশ শহর
হিসেবের খেড়ো খাতা সব আগুনে পোড়াই
হামলে পড়া জৈবীক দৈত্যগুলোকে পিষ্ট করি পদভারে
তখন সময়ের ঘড়ি ছোঁয় দুপুরের রৌদ্রদাহন
জীবনের ঘড়ি ছোঁয় ভিসুভিয়াস
আর কান্ত এ মন ছুঁয়ে থাকে - শুধুই তোমায়।

কীর্তিনাশা


মন্তব্য

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আহা হা কী দারুণ! ফুল চন্দন পড়ুক কবিতার প্রতিটি শব্দের ওপর। স্বাগত জানাই কবি।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ সাহস জোগাবার জন্য। কোন এক সময় যে কবিতা লিখতাম ভুলেই গেছিলাম। এ কবিতা লিখতে গিয়ে হাতের কাঁপুনি বহু কষ্টে দমন করেছি। নিজের প্রতি বিশ্বাস এর বড়ই অভাব আমার।

কীর্তিনাশা

পুতুল এর ছবি

দারুন!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতিথি লেখক এর ছবি

অশেষ ধন্যবাদ
কীর্তিনাশা

অতিথি লেখক এর ছবি

বেশির ভাগ কবিই আত্মবিশ্বাসহীন। তাদের অনেকে জানেই না যে, তারা কত ভালো কবিতা লেখে।
আবার অনেক কবি আছে যারা নিজেদের ভাবে মহাকবি। দুটোই কিন্তু ঠিক। তবে, কবিতার কিন্তু জাতপাত নেই। সে যেমনই হোক- কবির অনুভবে নিজেই সুন্দর।
-জুলিয়ান সিদ্দিকী

রায়হান আবীর এর ছবি

অনেক সুন্দর।

---------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।