• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

পাঁচরকম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৯/০৬/২০০৮ - ৬:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
তোমার হাতে বকুল, তুমি বকুলফুল কন্যে
বৃষ্টিধোয়া মিষ্টি বিকেল আজকে তোমার জন্যে।

২.
কৃষ্ণ আমার, তোমার প্রেমে পাগল আমি রাধা
পরাণ আমার তোমার ফোনের রিং টোনেতে বাঁধা।

৩.
কৃষ্ণচূড়ার দিনের শেষে
আজকে চলো মেঘের দেশে

৪.
কার্জন হল, পুকুর পাড়
শুম শাম চুপ চারিধার
ফুল ঝরে যায় টুপ টাপ
দু'জন বসে চুপ চাপ

৫.
তুমি এখন এই শহরে অন্য কারো সাথে
তোমার আমার শিশু কাঁদে আমার কল্পনাতে।

অন্দ্রিলা


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍২ নম্বরটা স্রেফ অসাধারণ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? :-?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

মৃদুল আহমেদ এর ছবি

চমৎকার! চমৎকার! বেশ মিষ্টি লেখার হাত তো আপনার? আরো দিন না এরকম কিছু...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অতন্দ্র প্রহরী এর ছবি

২, ১, ৩, ৫, ৪ ... সবগুলোই খুব ভালো লাগল।

ক্যামেলিয়া আলম এর ছবি

৫নং টা অনেক ভাল লাগল _ বাকিগুলোও ভাল
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

আকতার আহমেদ এর ছবি

চমতকার লিখেছেন অন্দ্রিলা.. নিয়মিত লিখুন

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বেজায় ভালো লেগেছে।

সবজান্তা এর ছবি

(Y)


অলমিতি বিস্তারেণ

নুশেরা তাজরীন এর ছবি

খুউব ভাল, চমৎকার, অসাধারণ

রায়হান আবীর এর ছবি

আমি পাঁচের পক্ষে দিলাম ভোট। সুন্দর, খুব সুন্দর।

---------------------------------

নুরুজ্জামান মানিক এর ছবি

সবগুলি দুর্দান্ত

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অতিথি লেখক এর ছবি

চমত্ কার লিখেছেন। খুব ভালো লাগলো। আরো পাবার আশায় রইলাম।

কীর্তিনাশা

অচেনা কেউ এর ছবি

দোস্ত আসলেই সুন্দর হইছে।
আরেকটু নিয়মিত লেখার চেষ্টা কর।
অনেক অনেক ভাল লাগছে।
চালায়া যা।

মুশফিকা মুমু এর ছবি

বাহ! আসলেই চমতকার লাগল :) , তোমার ব্লগের লেখা গুলিও পড়লাম খুব ভালো লাগল।
আচ্ছা তুমি কি বৈশাখের পাহারিতা (সরি বানান ভুল হতে পারে)?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।