অকস্মাৎ আলো নিভে গেলে থোকা থোকা অন্ধকার
দৃষ্টিপথে নৃত্য করে অবিরাম। জ্বলে জোনাকীরা
যেন হতাশার কালোতে আলোর বুদবুদ অগণিত।
অচেনা আঁধার ভাসানের স্রোত হয়ে
টেনে নিয়ে যায় বুঝি বাকি অবলম্বন; অতি প্রিয়জন সব
হয়ে যায় যেন দূরলোকে মেঘেদের ছাঁয়া।
পরস্পর মুখোমুখি
তবুও আঁধার ফেলে রাখে ঘেরাটোপ দৃষ্টি পথে;
নিথর প্রতীক্ষা; স্থবির সময় যেন মৃতবৃক্ষ।
কাঙ্ক্ষিত স্বপ্নেরা ধুঁকে ধুঁকে আজ এইডসের রুগি
আর অলখে লুকায় মহাকাল তার যাবতীয় কীর্তি;
কাটাই অনিশ্চিতের বেড়াজালে যাপিত প্রহর।
নভোমন্ডলের চাঁদোয়ার নিচে অযথা উল্লাসে মাতে
কালো ডানা মেলে ভাগাড়ের শকুনের ছাঁয়া;
আমরা তবুও গুণে চলি ভীতিময় প্রতীক্ষার ক্ষণ।
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
৯/৬/২০০৮
মন্তব্য
নাম না জানা কবিকে বলছি, এত সুন্দর কবিতা লেখার পর নামটা দিতে ভুলে গেলেন যে! :-)
সত্যিই আপনি অতন্দ্র প্রহরী!
আগে একটি কবিতার (কারো কিছু যায় আসে না) একজন পাঠকও ছিলো না। তাই কবির নাম ছাড়াই একে ছেড়ে দিয়েছি। ভয় ছিলো, এবারও যদি নিষ্ফল হয়!
আপনাকে অশেষ ধন্যবাদ কবিতা পাঠ ও মন্তব্যের জন্য।
-জুলিয়ান সিদ্দিকী
ভাল লাগল।
কি মাঝি? ডরাইলা?
ধন্যবাদ দ্রোহী।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
অসাধারণ! অকাতরে ৫ তারা।
কবি, আমাদের প্রত্যাশা পূর্ণ হয় যেন।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
পুতুল, আপনার উদ্ধৃত অংশটিই আমার সিগনেচার হিসেবে নির্বাচন করেছি। নিজেও বিশ্বাস করি- একদিন সেই সুদিন অবশ্যই আসবে।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
খুব ভালো লাগলো আপানর কবিতা। আরো হাত খুলে লিখুন, আরো আত্মবিশ্বাস নিয়ে লিখুন। কবিদের কী-বা আছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই কবিতা কিংবা কবিতার রশদ ছাড়া? অনেক শুভ কামনা আপনার জন্য।
সৈয়দ আখতারুজ্জামান, আমি কবি হইতে খুবই ভয় পাই। লেখক প্রকল্পের এক কবির কবিতা নিয়া মন্তব্য করাতে ব্যাটা পারলে আমারে গুলি করে। তার চোখে আমি তেলাপোকা ছারপোকা টাইপের। কাজেই আর যা হইতে চাই অর্থাৎ সন্দ্বীপ যাইয়া মাছের ট্রলারের জেলে হমু তবু কবি হইতে চাই না।
শুভকামনার জন্য ধন্যবাদ আর অভিনন্দন।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
নতুন মন্তব্য করুন