যে বুঝতো সে এখন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১০/০৬/২০০৮ - ৮:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যে বুঝতো সে এখন আর কাছে নেই
অনেক অনেক দূরে, দ্বন্দ্বের গিরিগহ্বরে
হেমন্তের ঘোড়া তাকে নিয়ে গেছে উত্তরে
উতসব পড়ে রইলো শূণ্যতা ঘিরে
সব কিছু শুনশান শূন্য শূন্য হয়ে গেলো
যে বুঝতো সে এখন আর কাছে নেই

অকস্মাত মাঝরাতে
যখন চাঁদের আলো হেলে পড়ে পশ্চিমে
আবছায়া বনানীকে করে ফেলে আরো ঘন
গভীর, রহস্যময়
কোন বুড়ো বাদুড়ের তীক্ষ্ম চিতকারে তখন
লম্বচ্ছেদ হয়ে গেলে এই বুক
দেখা যাবে ঘুনপোকা সাজিযেছে বসতি তাদের
সে নেই সেখানে আর।
অথচ এইতো সেদিনও ছিলো
সকালে জানালার পর্দায়, নাস্তার টেবিলে
আমার লেখার ঘরে টেবিলের একপাশে
সে নিশ্চুপ গালে হাত দিয়ে বসে থাকতো
অথবা দুপুরে অবসন্ন চেয়ারের পাশে
রাত হলে শিয়রের কাছে
রূপকথার সোনার কাঠি মতো তার হাতখানা
না পেলে কেমন নিদ্রাহীন কেটে যেতো রাত
এইসব বেদনার কথামালা না বলতেই
সে বুঝতো সে এখন আর কাছে নেই।

পরশ পাথর


মন্তব্য

পুতুল এর ছবি

রাত হলে শিয়রের কাছে
রূপকথার সোনার কাঠি মতো তার হাতখানা

অসাধারণ রুপক! মুগ্ধ হলাম পড়ে। ৫ তারা
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আমি তারে ভালোবাসিয়াছি.... রাখিয়াছি মনে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।