চৈত্রের রাস্তায় আমাদের পথ হাঁটা চলছে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১২/০৬/২০০৮ - ৮:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঝরে গেছে চিরল চিরল ঝাউয়ের পাতা
খরার প্রতাপে সারা মাঠ চৌচির, ফাটা
মাথার ওপরে মেলে ধরে মেঘের ছাতা
চৈত্রের রাস্তায় এইতো চলছে পথ হাঁটা।

পথ চলে গেছে কোথায়, কে জানে!
দূরের সারথী কাছে এসে বলে
পথের নেশা দূরকে কাছে টানে
কপালের ভাজে বালিয়াড়ি জাগে ঘামের কোলাহলে

পথে দোলে চিরল চিরল ঝাউয়ের পাতা
মাটিতে তাদের ঝিকিমিকি ছায়ারা কথা বলছে
বলছে - মেঘ পাখিদের ভুলে যাওয়া গল্প-গাঁথা
আর চৈত্রের রাস্তায় আমাদের পথ হাঁটা চলছে।

পরশ পাথর


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ভালো লাগলো। শেষ প্যারাটা খুব তাড়াহুড়ো করে করা।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।