২০০৮ এর বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ কষ্টালজিয়া প্রকাশিত হয়। বিভিন্ন কারণে পরিচিত অনেকের কাছেই বইটি পৌছেনি। কষ্টালজিয়ার প্রথম তিনটি কবিতা এখানে দিলাম। পর্যায়ক্রমে অন্য কবিতাগুলোও সচলে প্রকাশ করার আশা রাখি।
তুইপিডিয়া
সম্পর্ক বিষয়ক কিতাব তিনখানা
১. আপনিপিডিয়া
২. তুমিপিডিয়া
৩. তুইপিডিয়া
তুই ছাড়া আর কোনো উপাস্য নাই
আর আমি তোর একমাত্র ভালোবাসা
হৃদয় ভুনা
উপকরণ : হৃদয়কাটা ২০/২৫ টুকরো, আঘাতকুচি এক কাপ, কপট অভিমান পরিমাণমতো, তরল স্বার্থপরতা ১ পোয়া, কাঁচা উচ্চাভিলাষ ৪/৫ টা, অভিনয় সেদ্ধ ৭শ' গ্রাম, ছিনিমিনি গুঁড়ো ২ চা চামচ।
প্রণালী: প্রথমে বাস্তবতার সসপ্যানে তরল স্বার্থপরতা ঢেলে গরম করতে হবে। মোটামুটি গরম হলে তাতে কাঁচা উচ্চাভিলাষ ছেড়ে দিতে হবে। এরপর আঘাতকুচি ও অভিনয় সেদ্ধ দিয়ে ২/৩ মিনিট তা ভালো করে নাড়তে হবে। অতঃপর হৃদয়ের টুকরোগুলো ছিনিমিনি গুঁড়ো দিয়ে থেতলিয়ে মেখে তার ভেতর সেদ্ধ না হওয়া অবধি রাখতে হবে। মোটামুটি সেদ্ধ হলেই আনন্দ চুলারে জাল কমিয়ে গরম গরম হৃদয় ভুনা পরিবেশন করতে হবে।
পরিবেশন : বেদনার প্লেটে হৃদয় ভুনা পরিবেশন করার সময় সামান্য উপহাস পাতা ও স্মৃতি সল্ট ছিটিয়ে দিতে হবে।
গ্লোবালাইজেশন
যদিও বাংলাদেশে হয় তার হিস্যু
মেড ইন ফ্রান্স তার টয়লেট টিস্যু !
মন্তব্য
আমার অবস্থা ভাই 'খিচুরিপিডিয়া' !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হৃদয় ভুনা??
সুকান্তের একটা ছড়া ছিলো না? শিরোনাম মনে পড়ছে না। 'একটি আধুনিক সম্পাদ্য' না কি 'নব জ্যামিতির ছড়া'?
এইরকম করে অংকন, প্রমাণ এরকম প্যারায় ভাগ করা ছিল।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভাল লেগেছে।
আপনাকে ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন