একদা দুষ্ট লোকে বর্তমান সরকারকে এম ফাইভ সরকার বলত (মইন, মইনুল, মাসুদ, মসহুদ এবং মতিন)। এই এম ফাইভ পাক মডেলে মাইনাস টু প্রয়োগ করতে গিয়ে সমীকরণ মেলাতে ব্যার্থ হয়। পরে অবশ্য নিজেরাই মাইনাস টু হয়ে তা নর্মালাইজ করে। খালেদা আজ এর এক নতুন সমাধান দিয়েছেন তা হচ্ছে মাইনাস জিরো।
সচলায়তনে আজকাল দুষ্ট লোকের বড়ই অভাব, যদি কেউ দুষ্ট গনিতবিদ থাকেন তবে এর অন্যান্য সমাধান গুলো বের করতে পারেন:
5M - 2 = 0
5M - 2M = 1
5M - 2M - 2 + 2 - 2M = - 0
-অপ্রিয়
মন্তব্য
নতুন মন্তব্য করুন