ধূমপান মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চাই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৯/০৬/২০০৮ - ১:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অহংকার। ১৯২১ সাল থেকে এখন পর্যন্ত অসংখ্য ছাত্র এ বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করে বেরিয়েছে। বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে জড়িয়ে আছে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নাম। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের কথা চিন্তাই করা যায় না।

ধূমপানে বিষপান। ধূমপানের কারণে বিশ্বে প্রতিদিন লাখ লাখ লোক নানা ধরণের মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হচ্ছে না। তাই সারাবিশ্বের মতো বাংলাদেশেও ধূমপান বিরোধী মনোভাব জোরদার হচ্ছে। ইতোমধ্যেই দেশের পাবলিক স্থানগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধূমপায়ীর সংখ্যা বাড়ছেই। ক্যাম্পাসে প্রবেশ করলেই । অগণিত ছাত্রকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়। একটু ঘোরাঘুরি করলে অনেক ছাত্রীদেরও সিগারেট টানতে দেখা যায়। এমনকি অনেক শিক্ষকও শিক্ষার্থীদের সামনেই সিগারেট টেনে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নিউক্লিয়াস সেন্টারে এটা একেবারেই কাম্য নয়। যেখান থেকে দেশের ভবিষ্যত নেতৃত্ব তৈরি হবে, দেশের বৃহত্তর কল্যাণের স্বার্থে সেটি অবশ্যই ধূমপানমুক্ত হওয়া উচিত্।

murtala31@gmail.com


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

ধুমপানের জন্য নির্দিষ্ট কর্নার থাকা দরকার।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মাহবুব লীলেন এর ছবি

আপত্তি আপত্তি আপত্তি আপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তিআপত্তি আপত্তি আপত্তি

বাংলাদশের সব জায়গায় বিড়ি খাওয়ার অধিকার দেয়া হোক
বিড়ির বিরুদ্ধে সব ধরনের চক্রান্ত বন্ধ হোক

প্রাইমারি ইস্কুলে বিড়ি খাওয়ার ট্রেনিং দেয়া হোক
প্রতিটি নাগরিককে বিড়ি খাওয়ার জন্য সরকারি ভাতা বরাদ্দ করা হোক
প্রতিটা স্টুডেন্টের জ্ন্য বিড়ি-উপবৃত্তি চালু করা হোক

অয়ন এর ছবি

এটা তো অনেকটা "সচিবালয়ে ঘুষ খাওয়া বন্ধ করা হোক"- এইরকম দাবী হয়ে গেলো।

হিমু এর ছবি

কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে, এই ধারণাটিরও পরিবর্তন প্রয়োজন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেশের সবক'টি বিশ্ববিদ্যালয় থেকেই তৈরি হোক।


হাঁটুপানির জলদস্যু

অছ্যুৎ বলাই এর ছবি

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদেরকে দেশের নেতৃত্ব থেকে দূরে রাখা হোক। এর পরিবর্তে নেতৃত্ব শিক্ষার জন্য আলাদা কোচিং সেন্টার খোলা হোক। সেখানে বিভিন্ন সেক্টরে দুর্ণীতির কলাকৌশল বিষয়ে শিক্ষাগ্রহণ শেষে সিলেক্টেড নেতাগণ কাজে নেমে পড়লে আমরা আমজনতা আর তাদেরকে নিয়ে সমালোচনা করার কোনো ক্লু পাবো না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি

ঐ কোচিং সেন্টারে কি ধূমপান করা যাবে?


হাঁটুপানির জলদস্যু

অছ্যুৎ বলাই এর ছবি

বাণিজ্য মন্ত্রনালয় হলে করা যাবে না, স্বাস্থ্য মন্ত্রানলয়ের কোচিং সেন্টারে ধুমপান বাধ্যতামূলক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

নেতৃত্ব যদি উঠে আসার হয় তারা বিড়ি খেয়েই উঠে আসবে। শুন্য করোটির সাথে সাফসুতরো ফুসফুসের রঙ জলপাই।



ঈশ্বরাসিদ্ধে:

খেকশিয়াল এর ছবি

সিগারেট ছাত্ররা খাইলে ছাত্রীরা কি দোষ করল ? খাইলে সবাই খাইব, না খাইলে কেউ না ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

একটু ঘোরাঘুরি করলে অনেক ছাত্রীদেরও সিগারেট টানতে দেখা যায়।

খাইছে! ভাইজান কি ঢাবি'র ছাত্র? তাইলে আমি ঢাবি'র একজন ছোটখাট আন্ধা। আমি ৫ বছর ঘুরাঘুরি কইরাও তো ১টা চিহ্নিত ছাত্রী ছাড়া কোন মাইয়ারে ধুমপান করতে দেখলাম না! নাকি জোশের ঠেলায় 'অনেক' কইয়া ফেলাইছেন?

~ ফেরারী ফেরদৌস

তীরন্দাজ এর ছবি

যে কোন নিষেধের বিপক্ষে আমি।

শিক্ষার লক্ষ্য এমন হওয়া জরুরী, যে কোন নিষেধের দরকার না পড়ে। আমরা সেরকম ভাবে একেবারেই ভাবি না।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।