এ এমন দিন
কারো বুকেই লেখা রয় না
কোনো নাম
সাহস-দুঃসাহস ভয়-ভালোবাসা
সবই অতীত এই পৃথিবীর
আজ শুধু বেঁচে থাকা
ভাত এখন সবচে' দামি
যদিও ভবিষ্যত বলতেছে ইউরেনিয়াম
তোমরা কি বাঁচবে ততো
বিদ্যুতহীন শুধু শাদা ভাত যখন
এ এমন দিন
যখন ক্ষুব্ধ জিগীষার দাম নেই
নিজের প্রাণ রাখা জরুরি বলে
ভাত খাওয়াই শেষ কথা-
কখনো কখনো মানুষ
মানে নাই এ-সত্য
আজকে তা অতীত
এ এমন দিন যে
কারো বুকে লেখা নেই
কারো নাম
তোমাদের এখনের যতো সমস্ত দিন
তা সবই জরুরি
পলাশ দত্ত
মন্তব্য
ভাল কবিতা লেখেন আপনি।
নতুন কবিতা কবে আসছে ?
লিখতে থাকুন, বেশ ভাল লাগল।
ধন্যবাদ। আপনার পরিচয়টা জানলে ভালো লাগতো।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
থাকে তো শেষে?
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
থাকে। তবে তা মৃত ও নিহত।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
স্বাগতম কবি।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
তোমাদের এখনের যতো সমস্ত দিন
তা সবই জরুরি
অসাধারণ !!! বললেও কম হয়ে যায় ।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
ধন্যবাদ নিঝুম। তবে প্রশঙসা বেশি হয়ে যাচ্ছে না!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন