কেউ কেউ সত্যিই মনে করছেন যে যুদ্ধাপরাধীদের বিচার করে কয়েকজনকে শাস্তি দিয়ে দিলেই বোধ হয় আমরা জামাতের রাহুগ্রাস থেকে মুক্ত হব। তাদেরকে বলতে চাই এই সমীকরণটি মেলান:
১। শতকরা কত ভাগ আমলা সুটেড বুটডে জামাতী (প্রকাশ্যে + মনে মনে)?
২। শতকরা কত ভাগ জলপাই সুটেড বুটডে জামাতী (প্রকাশ্যে + মনে মনে)?
৩। শতকরা কত ভাগ ব্যবসায়ী সুটেড বুটডে জামাতী (প্রকাশ্যে + মনে মনে)?
৪। শতকরা কত ভাগ এলিট সুটেড বুটডে জামাতী (প্রকাশ্যে + মনে মনে)?
৫। শতকরা কত ভাগ ধনী সুটেড বুটডে জামাতী (প্রকাশ্যে + মনে মনে)?
৬। শতকরা কত ভাগ ডাক্তার সুটেড বুটডে জামাতী (প্রকাশ্যে + মনে মনে)?
৭। শতকরা কত ভাগ ইঞ্জিনিয়ার সুটেড বুটডে জামাতী (প্রকাশ্যে + মনে মনে)?
হিসাব করলে দেখবেন সাদা টুপি পড়ে রাস্তায় যারা মুক্তিযোদ্ধা পেটাচ্ছে তারা আসলে টিপ অব দা আইসবার্গ। ছাব্বিশ বছর আমরা সুটেড বুটডে জামাত শাষিত, সমাধাণটা কি এতই সহজ?
- অপ্রিয়
মন্তব্য
কিন্তু ফিরে দাঁড়ানোর কি এখনো সময় হয়নি? আমরা কি কেবল চিন্তা আর গবেষণাতেই সীমাবদ্ধ থাকবো? কিন্তু আর কতকাল? ন্যাতাতো বারুদে ঠাসা আমাদের বীর বাঙালী কবে আবার তেতে উঠে ঝাঁপিয়ে পড়বে এসব নষ্ট বীজদের উপর?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আপনার পর্যবেক্ষনটা খুবই চিন্তা উদ্রেগকারী। কিন্তু আমার মনে হয় এই জামাতায়নটা সবচেয়ে বেশি হয়েছে বিএনপি-জামাতের বিগত পাঁচ বছরের শাসানামলে।
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমাদের দেশের মানুষ ধর্মকে ভয় পায়, মনে মনে ধারণও করে কিন্তু জামাতের সমর্থক শতকরা হিসাবে ৫এর মতো। বাকী কিছু আছে (বিশেষ করে পেশাজীবি সমাজে) শ্রেফ ননীর লোভে যায়।
শতাংশ যাই হোক, করণীয় কী?
আমার ধারণামতে, সাতটি সমীকরণই ভয়ংকর ফলাফল সামনে আনবে। টুপিওয়ালা জামাতিদের সহজে চেনা যায়, সুটেড-বুটেডদের সহজে চেনা যায় না। এরা গোপনে মারে।
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আতঙ্কের একটা ঠান্ডা স্রোত নেমে গেল মেরুদণ্ড বেয়ে।
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
নতুন মন্তব্য করুন