-- মেঘ
সে এক গল্প ! স্বপ্নগুলো খড়স্রোতে ভাসিয়ে নিয়ে রেখে গেছে বিষাদমাখা শরীর এক। অসহায়ত্ব জানে শুধু ঐ বিধবা মেঘ! কেননা বিধবারম মত চলতে থাকে তার শেকলের গান। জীবনকে বুঝতে পারেনি কখনই যেমন করে বুঝেছিলো স্বপ্নকে। বুঝুক আর না বুঝুক নদীকে প্রেমিকা বলে ডাকতো।
পরজিত কাব্যগাথা আর বেদনার বোঝা নিয়ে শেষ রাতে বাড়ি ফিরে দ্যাখতো মায়ের রাগি চেহারা ... অনেক কিছু পাছে রেখেও অসহায় আর অসহায় হয়ে যেত বাস্তবতার কাছে।
কেউ ডাকেনি তাকে কোনকাল। যদি কেউ কোনোদিন বুঝতো বিন্দু মাত্র, দ্যাখতো খা খা শূন্যতা নিয়ে দাঁড়িয়ে এক বৃক্ষ! তবে হয়তো মাঝরাতে বালিশ ভেজা লাগতো না। জীবনকে যখনই ভেবেছে এই হলো বুঝি শুরু ঠিক তখনই হিশেব করতে হয় ভুলে ধারাপাত, অথবা করে দ্যাখাতে হয় প্রাপ্ত বয়সের কাজ।
জানি স্বপ্নগুলো করবে না ক্ষমা...
মন্তব্য
মেঘকে বলছি, দারুন লিখেছেন। আরো বেশি বেশি লিখুন।
------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ
মাথার উপরে দিয়া গেল। বুঝতে পারলাম না।
ভেতরে ঢুকে নাই বলেই বোঝেন নি !! তবে পড়েছেন বলে শুকরিয়া ।
ভাই অতিথি, আপনি ক্যাটাগরিতে কিছু বলেননি।আমার ধারণা গল্প, কিন' কবিতার ঢঙে লেখা।‘দ্যাখতো’,
আঞ্চলিক অর্থে ? ভাল।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
না ভাই আঞ্চলিক অর্থে নয়, একটু বাজে অভ্যাসতো তাই।
Darun laglo...
Blogorblogor na bole kobita category te rakha jai nisondehe
ধন্যবাদ
অতিথি হিসেবে মন্তব্য করেছিলাম। নতুন কোন লেখা দেখছি না যে। আশায় রয়েছি কিন্তু।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
চেষ্টা করবো।।
নতুন মন্তব্য করুন