সারা রাত ভরে দেখা স্বপ্নগুলো ভোররাতে লিপ্ত হতে থাকে মৈথুনে- মস্তিষ্কের
খিঁচুনি তাড়া করে বেড়ায়
সত্যি, একদম সারাটা দিন!
আমি যেনো স্বপ্নের দাস!
বিকেল হতে না হতেই ভাবালুতায় ডুবতে থাকি- শুধু স্বপ্ন দেখতেই কি মানুষ ঘুরেফিরেলুটায় এই নৃধামে?
বেদবাক্য শুনে বড় হতে গিয়ে দেখেছিলাম অনেক অনেক স্বপ্ন, বড় অথবা খুব বড়-
বড়র বদলে স্বপ্নগুলো হতে থাকে কেবলই দীর্ঘতর...
আমি এখন বাস করি আমার স্বপ্নে, আমার বাস্তবতা স্বপ্নেই আমাকে মাথাটা মুড়িয়ে দেয়, ঘুরিয়ে দেয়।
অনিশ্চিত
মন্তব্য
।।শুরুটা অত্যন্ত দুর্বল।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ঠিক। চেষ্টা করছি।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
অনিশ্চিত, লিখেছেন সুন্দর এটা নিশ্চিত।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ কীর্তিনাশা। আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করবে।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
"আমি এখন বাস করি আমার স্বপ্নে, আমার বাস্তবতা স্বপ্নেই আমাকে মাথাটা মুড়িয়ে দেয়, ঘুরিয়ে দেয়।"
ভালো লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ, শিমুল।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
নতুন মন্তব্য করুন