করুণ বাঁশির নিমন্ত্রণ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৮/০৮/২০০৮ - ২:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডিঙ্গি নায়ের মায়ায় বসে আছি নিথর। দশ আঙুল কুড়িয়ে
নিলো জ্বলে যাওয়া বাসনার কুয়াশা। নিশ্চুপ সরোবর গড়ায়
পাশে ; চারদিকে করুণ বাঁশির নিমন্ত্রণ- মাদলের শব্দ তুলে
নাচে বাঈজী ঢেউ; আর স্বপ্নের বাড়িটাকে আড়াল করে
বেদনা তুল্য।
প্রয়াত স্বপ্ন কাটছে সন্তরণ।

আহা মুখরিত নিসর্গ - সাঁজোয়া গাড়ির ধোয়ার ভেতর
ডুবো চোরা পাহাড়।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পড়ে মনে হল সেই অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন-- ভাব সম্প্রসারণ কর...

কেউ আছেন নাকি?

কীর্তিনাশা এর ছবি

আমার খুব ভালোলাগলো। কিন্তু আপনি তো আপনার নাম ধাম কিছু দিলেন না। কে যে এটার রচয়িতা তা তো কিছু জানা গেল না !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জল এর ছবি

নাম-ধাম দিয়েছিলাম কিন্তু সচল কর্তুপক্ষ কেনো দেন নি, বোঝলাম না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কোথায় নাম দিয়েছিলেন আপনি? মনে তো হয় না নাম ধাম মোছার কথা!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।