দুঃখ বিলাস
তোমায় আমায় হবে দেখা
হয়ত আবার কোন এক বসন্ত উৎসবে
বাসন্তী রঙের ভীড়ে।
উদভ্রান্ত আমার সাথে হয়ত হবে
তোমার দৃষ্টি বিনিময়,
হয়ত তোমার হাত থাকবে
অচেনা কোন যুবকের হাতে ।
হয়ত ইর্ষা জেগে বলবে
এতো হবার নয়,
দীর্ঘশ্বাস বলবে
এও তোমার হতে পারত ।
তবু কন্যা
আমি আরেকটি বার দেখতে চাই তোমায়
সেই বাসন্তী সাজে,
হৃদয়ে জাগাতে চাই বেদনা
বসন্তের রঙে ।
নিবিড়
মন্তব্য
konna shuinbonare beta... konna shunbo na.
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
উদ্ধৃতি
হয়ত ইর্ষা জেগে বলবে
এতো হবার নয়,
দীর্ঘশ্বাস বলবে
এও তোমার হতে পারত ।
-হায় হায়! কেন এই বৈপরীত্য?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
konna shuinbonare beta... konna shunbo na....................... একদম হক কথা । কন্যা শুনে নারে ভাই, শুনে না ।
হায় হায়! কেন এই বৈপরীত্য?.............................. বৈপরীত্য জীবনের ধর্ম হয়ত তাই ।
নিবিড় এটা প্রকাশের পর খানিকটা নীচে চলে এসেছে। দুঃখিত।
কবিতা ভাল লেগেছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল ।
নিবিড়
নতুন মন্তব্য করুন