মানুষের প্রতিকৃতি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২১/০৯/২০০৮ - ১২:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

্কখনো
বদলে দিতে ইচ্ছে করে দৈনন্দিন দৃশ্যপট ;
ইচ্ছে করে
তছনছ-টুকরো টুকরো-চূর্ণ-বিচূর্ণ করি
স্তাবর অস্তাবর যতকিছু ;
নিজেকেও
ঝুরো ঝুরো ভেংগে
আবার নতুন করে গড়ি
মাটির পুতুলের মতো ।
কেন মানবিক আয়নায় বার বার
শার্দুলের মুখচ্ছবি বিম্বিত হবে?
মানুষের বুকের ভেতরে
আদিম জংগল আর কত?
বাৎসল্যের দূর্বাঘাসগুলো আর কতকাল
পুড়ে পুড়ে যাবে হিংসার লাভাস্রোতে?
বদলে দিতে ইচ্ছে করে
দর্পণ নামের দৈনন্দিন এই কাঁচ খন্ডটাকেই
বদলান গেলে হয়তবা
মুকুরে একদিন হবে
নিজেরই আকৃতি--মানুষের ।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

চলুক
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আহমেদুর রশীদ এর ছবি

ভালো লাগলো
---------------------------------------------------------
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি...

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অতিথি লেখক এর ছবি

আমার নাম নাজনীন খলিল ভুলবশত আমার নামটা কবিতার
সাথে লিখা হয়নি, এজন্য ক্ষমাপ্রাথী।

জিফরান খালেদ এর ছবি

চমতকার লাগ্লো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।