কানাডায় কারা আছেন? পরামর্শ দিবেন কি?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৪/০৯/২০০৮ - ৬:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

কানাডায় স্কিল্ড ওয়ার্কার হিসাবে পার্মানেন্ট রেসিডেন্সশীপের জন্য এপ্লাই করেছিলাম বছর চারেক আগে, এখন সব ফর্মালিটি শেষ হইছে । কিন্তু এত্ত বড় দেশ কানাডার কোন এলাকায় গেলে ভাল হবে - টরেন্টো নাকি অন্যকোন দিকে? কি কি করলে ভাল হবে - তা অভিজ্ঞদের কাছে জানতে চাই ।

কোন দিকে জবের বাজার কি রকম, থাকার ব্যবস্হা কিভাবে করতে পারি, ইত্যাদি নানা বিষয় সম্মন্ধে অভিজ্ঞরা জানাবেন কি?

>>>


মন্তব্য

হিমু এর ছবি

প্রিয় অতিথি, দয়া করে পোস্টের সাথে আপনার নাম বা নিবন্ধিত নিক উল্লেখ করবেন। ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু

রণদীপম বসু এর ছবি

হুঁ হুঁ, হিমুকে ফলো করেন। পাত্তা পাইলেও পাইতে পারেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হিমু এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি তো কিছুই বললেননা। আপনি কোন লাইনের, কিসে আপনি এক্সপার্ট, কোথাকার ডিগ্রী আপনার আছে ইত্যাদি।

আমার অভিজ্ঞতায় দেখেছি কানাডার বাইরে থেকে ডিগ্রী নিয়ে এসে কানাডায় কাজ পাওয়ার সম্ভাবনা শুন্যের কাছাকাছি। আর কী ধরনের কাজ চাইছেন সেটাও একটা বিষয়। আপনি যদি সেলসম্যানের কাজ চান সেটা বড় শহরগুলোতে সহজেই পাওয়া যাবে। আর যদি অফিস আদালতের জব চান তাহলে ভাই অপেক্ষা করতে হবে। কানাডিয়ান ডিগ্রী বা তেমন কিছু লাগবে।

সবচেয়ে ভাল হবে আপনি এসেই কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলে। ইমিগ্রান্টদের জন্য প্রথম ১-২ বছর সেটাই সবচেয়ে ভালোভাবে বাঁচার উপায়। তার জন্যও আপনার অনেক প্রিপারেশন লাগবে। মানে দেশ থেকে আপনার ট্রান্সক্রিপ্ট, রেকমেন্ডেশন লেটার ইত্যাদি। এখানে একটা গাইড আছে কীভাবে কানাডায় ভর্তির জন্য এপ্লাই করতে হয়। যদিও আপনি ইমিগ্রান্ট, লিংকটা কাজে লাগতে পারে।

অন্টারিওতে আসার জন্য এই সাইটটা দেখতে পারেন। এখানে খুবই ভালো তথ্য পাওয়া যায়।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক । আপনার লিংক থেকে বেশ কিছু জিনিস জানলাম ।
>>>

ইশতিয়াক রউফ এর ছবি

আমি কাল রাতেই দেখছিলাম অ্যাপ্লিকেশন ফর্মটা। কী পরিমাণ টাকা আনতে হয় সাথে? কেউ স্পন্সর করলে চলে? কতদিন লাগে সাধারণত?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার বয়স ২১ এর বেশী যদি না হয়ে থাকে তাহলে হয়তো বাবা-মা, ভাই-বোন স্পন্সর করতে পারবে। নতুবা নয়।

আপনার একার জন্য মনে হয় ১০,০০০ ডলার দেখাতে হবে। আমেরিকা থেকে করলে মোটামুটি ২ বছর লাগতে পারে। তবে ইদানিং নাকি খুব দ্রুত হচ্ছে।

সব তথ্য আছে www.cic.gc.ca সাইটে।

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই কাজের কিছু সাইট দিয়েছেন। প্রকৃতিপ্রেমিক ভাইকে অনেক ধন্যবাদ।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

Shadhoo [অতিথি] এর ছবি

ব্যক্তিগত বিগ্গাপনের জন্য সঠিক স্থান মনে হয়না!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এর মানে কি? কে এখানে ব্যক্তিগত বিজ্ঞাপন দিল?

অতিথি লেখক এর ছবি

চিকিৎসকদের জন্য কানাডাতে কি ধরনের কাজের স্কোপ আছে ও ওখানে লাইসেন্স পেতে কি এক্সামের মুখমুখি হতে হয় এসম্পর্কে কেউ কোন তথ্য দিলে উপকৃত হব

তানভীর

নষ্টালজিক

অতিথি লেখক এর ছবি

কানাডা মানে প্রথমেই মনে আসে নায়াগ্রা জ্লপ্রপাত। টরেন্টো ভাল কিন্তু ফরাসি ভাষা জানা থাকে তো কাজ বেশি পাবেন।
হুজুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।