দেশ-দেশান্তরে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৪/১০/২০০৮ - ২:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

একই আচার আচরণের মানে দেশ থেকে দেশে ভিন্ন রূপ ধারন করতে পারে। তাই আচরণটি করার আগে দেখে নিন, আপনি বাংলাদেশে আছেন, নাকি অন্য কোথাও।

বান্ধবী নাইঃ
বাংলাদেশেঃ বান্ধবী না থাকা বাংলাদেশে অনেক সময় সুবোধ বালকের বৈশিষ্ট হিসেবে বিবেচনা করা হয়। যে ছেলের বান্ধবী নাই, অনেক ক্ষেত্রে তার বাবা মাকে এই নিয়ে গর্ব করতে দেখা যায়..."আমাদের ছেলে এত ভালো, যে কোনদিন কোন মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি।"

বিদেশেঃ বয়স ১৬ হয়ে গেছে, এখনও কোন বান্ধবী নাই? ছেলে কি গে নাকি?

একই পোষাক পরে পর পর দুইদিন ক্লাসে/কাজে যাওয়া

বাংলাদেশেঃ ছেলেটা/মেয়েটার মনে হয় টাকা পয়সা নাই। প্রতিদিন এক কাপড় পড়ে আসে।

বিদেশেঃ হুমমম...someone had something last night চোখ টিপি

মাতাল হওয়াঃ
বাংলাদেশেঃ মাতাল হয়ে কলহ ছাড়া অন্য কোন ভালো কাজের কথা বাংলাদেশে খুব কমই শোনা যায়।

বিদেশেঃ কোন মতে একটা ছেলে/মেয়ে মাতাল হতে পারলেই কেল্লা ফতে...১০ মাস পরে বেবী কামিং লইজ্জা লাগে

বাবা-মায়ের সাথে থাকাঃ

বাংলাদেশেঃ ছেলেটা কত ভালো। বিয়ের পরও বাবা মার সাথেই থাকছে।

বিদেশেঃ হালায় একটা উজবুক।

গোলাপী রঙের জামাঃ
বাংলাদেশেঃ রঙ কোন ব্যাপার না। যে পরবে, তার পছন্দ হলেই হল।
বিদেশেঃ ছেলে হয়ে গোলাপী জামা? শরীর ঠিক আছে তো? মাথা?

দ্বিতীয় স্বত্তা

(ditioshotta@gmail.com)


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

মজা পাইলাম! দেঁতো হাসি
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

তানবীরা এর ছবি

হুমম

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানবীরা এর ছবি

হুমম

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পান্থ রহমান রেজা এর ছবি

জানা বিষয়গুলো আবার জেনেও মজা পাইলাম।

রণদীপম বসু এর ছবি

আসলেই বিষয়টা খুব মজার। সংস্কৃতিগত দৃষ্টিভঙ্গিই এখানে মনে হয় প্রধান ফ্যাক্টর।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।