মুঠোফোনে উপন্যাস এবং এসএমএস........

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৭/১০/২০০৮ - ১১:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
গতবছর জাপানের শীর্ষ বিক্রিত ১০টি বইয়ের ৫টিই ছিল মুঠোফোনে লিখিত উপন্যাস! মোবাইলের সংক্ষিপ্ত বার্তা বা এসএমএস ব্যাবহার করে লেখা হয়েছে এসব উপন্যাস। এসব গল্পের অধিকাংশ লেখকই তরুনী, অনেকটা ডায়রির স্টাইলে লেখা হয় এসব উপন্যাস। রোমান্টিক ধাচেঁর এ উপন্যাসের ভাষাও কিন্তু এসএমএস এর মতন সংক্ষিপ্ত শব্দ ব্যাবহার করে লেখা হয়।

'Love sky' নামক একটি উপন্যাস ইতোমধ্যে ২০ মিলিয়ন বা ২ কোটি লোক পড়ে ফেলেছে তাদের মোবাইল বা কম্পিউটারের পর্দায়। যখন এই উপন্যাসটি কাগজের বই আকারে বের হয় তখন এটি সর্বাধিক বিক্রিত উপন্যাস হিসাবে জাপানে নতুন রেকর্ড গড়ে। বর্তমানে 'Love sky' নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে।

যদিও সাহিত্য সমালোচকরা দারুন চটেছেন এই মুঠোফোন উপন্যাস নিয়ে। তাঁদের যুক্তি এসব লেখার প্লট ও চরিত্র অতি দূর্বল এবং এটা জাপানের সাহিত্যকে নিচে নামাচ্ছে।

২.
শুধুমাত্র ফিলিপিনে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০০০০০০০০(৪০ কোটি এসএমএস) আদান প্রদান করা হয়!! ফিলিপিনে কি এস.এম.এস. ফ্রী নাকি? কথা না বলে মনে হয় শুধু ম্যাসেজই পাঠায়!
মুসাব্বির।

[তথ্যসূত্রঃ Reader's Digest,September2008]


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

মুঠোফোনের কাব্য করে নির্মলেন্দু গুণ কবিতার বই বের করেছিলেন। এবার উপন্যাস। ভালোই। এর পর কী আসবে ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সচলায়তন এর ছবি

মুসাব্বির,
লেখাটি ১ম পাতা থেকে ডুয়াল পোস্টিং এর দায়ে সরানো হলো।

সূত্রঃ http://www.somewhereinblog.net/blog/Aamar_katha/28851837
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

অমিত আহমেদ এর ছবি

ওরে সব্বনাশ! এসএমএস এ উপন্যাস!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।