ক্ষনিকের কল্পনায় এসেছিলে তোমরা
আদিম এক ভালোবাসা নিয়ে।
কখনো সূর্য, কখনো মেঘরাশি,
কখনো ঝড় নিয়েছিল ভাসিয়ে
তবু হেসেছিলাম কল্পনায়
হয়তো বাস্তবেও...
হৃদয়ের টান কোথা হতে আসে?
প্রকৃতি, একি খেলা তোমার!
নিঃসঙ্গ অলসতায় বুকে টান লাগে -
হয়ত কাল্পনিক তোমাদের, হয়ত বাস্তব আমার।
তবু সুখ পেয়েছিলাম কল্পনায়
হয়তো বাস্তবেও...
স্মৃতি মলিন হয়; এইতো নিয়ম
অনুভূতি থেকে যায় প্রখর -
অপেক্ষার কষ্ট, মিলনের আনন্দ;
অশ্রু বয়ে যায় অঝর!
কেঁদেছিলাম সেদিন কল্পনায়
... এবং বাস্তবেও।
বহু বছর আগে, স্কুলে যখন পড়তাম তখন একটা স্বপ্ন দেখেছিলাম.... কোনো এক দূর দেশের ছোট্ট এক গ্রামে ছোট্ট আমি অনেক ভাই-বোনদের সাথে থাকতাম। কোনো এক অজ্ঞাত কারনে আমরা সবাই একেকদিকে ছিটকে পড়লাম। স্বপ্নে সবই সম্ভব... তাই নিমেষে বড় হয়ে উঠলাম। একদিন রাস্তায় চলতে চলতে কোনো এক পরিচিত মুখ চোখে পড়ে যায়; হয়ত কোনো বোনের মুখ (এখন আর মনে নেই)। তাকে খুঁজে পেয়ে অন্যদেরও খুঁজে পেলাম (স্বপ্নের লীলাখেলা...)।
এরপর আমাদের সে কি কান্না!!.... সেদিন সকালে আমার বালিশের একপাশ সম্পূর্ন ভিজে গিয়েছিল...
--- ভাঙ্গা মানুষ ---
মন্তব্য
নতুন মন্তব্য করুন