অত:পর পূজো শেষে নেচে, মেখে রঙ গায় প্রতিমা বিসর্জন দিয়ে বুড়িগঙ্গায়,
সাথে আসি নিয়ে জল; নিরাপদ কী এ' জল?
হুমম। _______________ বোকা মানুষ
অতিথি লেখকের নামটা দিয়ে দিলে ভালো হতো না? ______________________________________ পথই আমার পথের আড়াল
______________________________________ পথই আমার পথের আড়াল
অবশ্যই নিরাপদ না। মনে রাখবেন বাংলাদেশে চোখের জল ছাড়া আর কোন জল নিরাপদ নয়।
--------------------------------------- আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
মন্তব্য
হুমম।
_______________
বোকা মানুষ
অতিথি লেখকের নামটা দিয়ে দিলে ভালো হতো না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অবশ্যই নিরাপদ না।
মনে রাখবেন বাংলাদেশে চোখের জল ছাড়া আর কোন জল নিরাপদ নয়।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
নতুন মন্তব্য করুন