কিছু হাস্যকর অবান্তর মিথ্যা
উচ্চারিত হয় আমাদের শত্রুর মুখে
ইতিহাসের পাতায় পাতায়
আমাদের দুর্বলতার ফাঁকে ।
আমরা গর্জে উঠি, ফুঁসে উঠি
পুরানো সেই বিদ্যুত ঝিলিক দেয় আমাদের চোখে
পুরানো সব স্মৃতি উঠে আসে মনে
আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই ওদের বিচারে ।
কিন্তু ক্ষনিকের সেই গর্জন হারিয়ে যায়
আমদের ভাঙ্গনের মাঝে
ওদের হাসির আড়ালে ।
নিবিড়
মন্তব্য
যথার্থ বলেছেন।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হুম... পড়ার জন্য ধন্যবাদ ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
নতুন মন্তব্য করুন