২ | লিখেছেন রেনেট (তারিখ: বিষ্যুদ, ১৬/১০/২০০৮ - ১:৩৫অপরাহ্ন)
আকতার ভাইয়ের প্রতিদ্বন্দীর সংখ্যা আরেকজন বাড়লো!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
বেশী ভালো কথা লিখতে পারছিনা, মূর্তিপূজা নিয়ে আদিখ্যেতা দেখে এবং ধর্মের আস্ফালনে দেশ থেকে অনেক দূরে বসেও তেতো লাগছে ভেতরটা। আপনার ছন্দকে পাঁচ দিলাম, কিন্তু পরিস্থিতিকে কত নম্বর দেবো, জানিনা, জানোয়ারে ভরে যাচ্ছে দেশটা ... ..... ....
মন্তব্য
*****
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
আকতার ভাইয়ের প্রতিদ্বন্দীর সংখ্যা আরেকজন বাড়লো!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
এমনে লিখতারিনা.. তার উপ্রে আফনে এমুন ছড়া লিখলে ক্যাম্নে কী ।
হ ভাই রেনেট.. আমি কিন্তু সত্য-ই ডরাইছি !
সে'দেশে মূর্তি গড়ো
তুমি, বোকা ভাস্কর!
রেনেটের সাথে একমত।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এহ... আইছে আরেক চালাক...
কোন্দেশে বইসা এই ছড়া লেখতেছেন জনাব?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার কথাটা নজু ভাই বলে দিছে। জনাব থাকেন কই?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
দারুণ!!!
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
পত্রিকার প্রথম পাতা জুড়ে কবিতাটা ছাপানো যায় কি!
আমার ক্যান জানি খালি মনে হইতেসে এই পাবলিক আমাদের আকতার ভাইয়ের মেলা থেকে হারিয়ে যাওয়া ভাই।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
সহ-সন্দেহ।
ছড়া জব্বর হইতেসে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
লা জবাব জনাব!
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
সবাইকে অনেক ধন্যবাদ !
নজরুল ইসলাম, নজরুল আলবাব -ভায়েরা আমার, আমি এই বাংলাদেশেই থাকি । আপ্নাগো কাছাকাছি-ই !
বেশী ভালো কথা লিখতে পারছিনা, মূর্তিপূজা নিয়ে আদিখ্যেতা দেখে এবং ধর্মের আস্ফালনে দেশ থেকে অনেক দূরে বসেও তেতো লাগছে ভেতরটা। আপনার ছন্দকে পাঁচ দিলাম, কিন্তু পরিস্থিতিকে কত নম্বর দেবো, জানিনা, জানোয়ারে ভরে যাচ্ছে দেশটা ... ..... ....
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
মাসুদ সজীব
নতুন মন্তব্য করুন