স্বাধীনতা.. অর্জন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৮/১০/২০০৮ - ৮:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমিনীর গর্জন -
সকল মূর্তি হবে
দেশ থেকে বর্জন,
নিভে যাবে শিখাগুলো
ইতিহাসে লিখাগুলো
আবার লিখতে হবে
করে "পরিমর্জন" !

এই তবে বাঙালির
স্বাধীনতা'.. অর্জন !

ছড়াকার


মন্তব্য

রেনেট এর ছবি

চমতকার! ছড়াকারকে প্রথম থেকেই চেনা চেনা লাগছে...ঘটনা কি? চিন্তিত
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দারুণ!
নিয়মিত লিখুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ রেনেট ও সংসারে এক সন্ন্যাসী । আপনাদের উত্সাহ পেলে অবশ্যই নিয়মিত লিখব ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছড়াকার তো আছে, খার্টুনিস্ট কই? এধরনের ছড়ার সাথে খার্টুন দরকার।

স্নিগ্ধা এর ছবি

ঠিক এই প্রশ্নটাই সেদিন এক সচলকে করছিলাম - খাট্টুনিস্ট গ্যালো কই?!

স্নিগ্ধা এর ছবি

আচ্ছা ছড়াকার মহাশয় - আপনি তো বলেছেন বাংলাদেশেই থাকেন, তো আপনার সাথে একবার দেখা হতে পারে কি?

আমার খুব ইচ্ছা - আপনি এবং আরেক ছড়াকার আকতার আহমেদকে একসাথে একটু দেখি দেঁতো হাসি

আকতার আহমেদ এর ছবি

স্নিগ্ধাদি, সে'দিনও মৃদুল ভাইরে বলতেছিলাম আপনার সাথে দেখা করার কথা । সে বলল সবাইরে নিয়া বসার একটা চেষ্টা চালাইতেছে । এখন "ছড়াকার" ভাইরেও বলি - ভাই আসেন, একদিন দেখা করি । "স্বপ্নাহত" ওদিন কমেন্টে কইলো আপনি নাকি আমার মেলায় হারিয়ে যাওয়া ভাই.. দেখি চিনতে পারি কী না ! হাসি

মূর্তালা রামাত এর ছবি

ভালো লাগলো।

মূর্তালা রামাত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।