হরিদাস পাল গিয়ে যোগ দিল জা'মাতে
এইবার কেউ তাকে পারলনা থামাতে
গঠনতন্ত্রে আর বাঁধা নেই ধর্মে
হরিদাস মন দেয় শুধু সত্ কর্মে
"দু'দিনের দুনিয়ায় সব কিছু তুচ্ছ "
ধীরে ধীরে পজিশন হতে থাকে উচ্চ
অবশেষে একদিন মজলিশে শূরায়ে
ঘোষণা শুনেই হরি পড়ে মাথা ঘুরায়ে
নায়েবে আমীর করে ওরা হরি পাল কে
এমন স্বপ্নে তার ঘুম ভাঙে কালকে !
- ছড়াকার
মন্তব্য
ছড়াকার, প্রাণ-মন দিয়েছো যে জুড়ায়ে
নম্বর? দশে দশ। সি-বি নয়, পুরা A.
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
অনেক ধন্যবাদ রিটন ভাই !
-ছড়াকার
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
বছরের শ্রেষ্ঠ ছড়ার জন্য নমিনেশন দিলাম।
----------------------------------------------------------
সহজ করে বলতে মোরে কহ যে, সহজ কথা যায়না বলা সহজে।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
ছড়াকারের ছড়ার কোন জবাব নেই ।
নিবিড়
ধন্যবাদ জ্বিনের বাদশা, জিজ্ঞাসু, নিবিড় ।
ঘটনা কি হাছা নাকি?
ছড়া ভাল হইছে।
ফাটাইসেন!
হাঁটুপানির জলদস্যু
অতীব খাসা!
থামবেন না!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
পুরা মাইরালাইসে।
আবার লিখবো হয়তো কোন দিন
ব্যাপক হইসে
মেলায় হারিয়ে যাওয়া ভাই আমার .. ছড়া অতীব কড়া হইছে !
প্রচন্ড !!!
হাহা...জট্টিল
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
!!!!! (তালিয়া)
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
হ্যাতে ফাডাইসে !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সবাইকে অনেক ধন্যবাদ
দুর্দান্ত!!
নতুন মন্তব্য করুন