সর খায় সরকার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৮/১০/২০০৮ - ৮:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আইনের কাজ হলো প্রধানত দু'প্রকার
কারো সব কেড়ে নেয়া,আর কারো উপকার
দেশ যাক গোল্লায় , চুপচাপ তা ধারণ -
"সর খাবে সরকার, ঘোল জনসাধারণ"

প্রশ্ন করতে গেলে হয় "অবমাননা"
খুব দেখি চমকালে, যেন কিছু জান না !

-ছড়াকার


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

দারুণ দারুণ
নিবিড়

যুধিষ্ঠির এর ছবি

ভালো লাগলো।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

এইদেশে দরকার
এখনকার ২নম্বর সরকার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ছড়াকার [অতিথি] এর ছবি

ধন্যবাদ নিবিড়, যুধিষ্ঠির ও জুলিয়ান সিদ্দিকী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

কার দুধ, সর কার
হিসাবটা দরকার !

চলুক

কীর্তিনাশা এর ছবি

অদ্ভুত এই ছড়াকার
লেখে ছড়া সব অগ্নিবীনার!! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ছড়াকার [অতিথি] এর ছবি

সবাইকে ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।